গতিই জীবন
লিখেছেন লিখেছেন তিতুমির ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩১:০৪ সকাল
আমাদের চরদিকে যখন কোনও গতিকেই আমরা থামাতে পারছিনা
সবকিছুই , না কলম না চিন্তা , এমনকি দীর্ঘজীবী বিপ্লবও
মুখ থুবড়ে দ্রুত পিছনে হটে গিয়ে ক্রেনের আংগটা কে জায়গা ছেড়ে দিচ্ছে --
মহামতি অনড় লেনিনের মুর্তির গলায় উপরে ফেলার শিকল পড়াতে ।
তখন কেন মনে হবে এমন একটা কিছু আছে যা টলছেনা ?
দেখ ঐ মেয়েটিকে দেখ , দুদিন আগেও যে
কাটা বেছে না দিলে সর্ষে দেয়া ইলিশ পর্যন্ত মুখে তুলতে পরতনা
এখন সে প্রেমের সাথে সাক্ষাতের জন্য গোলার্ধের উত্তর প্রান্তে
একাকী উড়াল দিতে টিকেট হাতে নাচছে ।
কত দ্রুত আমাদের হাত গলে বেরিয়ে যাওয়া শিশুরা
বিশ্বের ভারসাম্যের দিকে ঘাড় নুইয়ে দৌড়ে গেল । আমরা
ভাবলাম , গতিই জীবন ।
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন