শেখ হাসিনার জাদুর পাথর বাটি

লিখেছেন লিখেছেন তিতুমির ০৬ জানুয়ারি, ২০১৪, ০৫:৪৯:৫৪ সকাল



সন্ত্রস্ত গাইবান্ধা অর্ধেক কেন্দ্রেই ভোট হয়নি

শরিফুল হাসান ও শাহাবুল শাহীন গাইবান্ধা থেকে | আপডেট: ০৪:০১, জানুয়ারি ০৬, ২০১৪ | প্রিন্ট সংস্করণ

ভোটের আগের দিন রাতেই পুড়িয়ে দেওয়া হয়েছে অর্ধশত কেন্দ্র। হামলা, ভাঙচুর ও হুমকির কারণে আরও শতাধিক কেন্দ্রে ব্যালটই সরবরাহ করা যায়নি। ফলে গাইবান্ধার চারটি আসনের ৪৬২টি কেন্দ্রের ২১০টি কেন্দ্রেই ভোট গ্রহণ স্থগিত করতে বাধ্য হয়েছে প্রশাসন। নির্বাচন প্রতিরোধের ডাক দেওয়া জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের তাণ্ডবের কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে।

পরিসংখ্যানের দিক থেকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির করা একতরফা নির্বাচনে এর চেয়ে খারাপ ছিল এই গাইবান্ধার অবস্থা। তখন মোট কেন্দ্র ছিল ৪২২টি এবং এর কোনোটিতেই ভোট তো দূরের কথা, ব্যালটসহ কোনো সরঞ্জামই পৌঁছানো যায়নি। গাইবান্ধা-২ আসনে দুটি কেন্দ্রে ভোট নেওয়ার চেষ্টা করা হলেও তা পুড়িয়ে দেওয়া হয়। ওই নির্বাচন বর্জন ও প্রতিহত করেছিল আওয়ামী লীগ ও জামায়াত।

.......।তবু কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই......

......ভোটার-খরা কাটালেন ছাত্রলীগ কর্মীরা ...........।

.....৩৪টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি......।

........।ভোটার ২৬২৪ দিলেন ২ জন!

কমল জোহা খান ও আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে | ০২:৩৪, জানুয়ারি ০৬, ২০১৪

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামায়াত-অধ্যুষিত মুশরিভুজা গ্রাম থেকে ফলাফলের শিট নিয়ে গতকাল রোববার বিকেল পাঁচটায় শহরে রিটার্নিং কর্মকর্তার...

........।আফিলের দেখানো পথেই ভোটকাণ্ড

-আপনে তো চারবার আইলেন আবার ক্যান?-ভাই আসছি, গণতন্ত্র রক্ষা করতে, একটু সুযোগ দেন। -রাখেন আপনার গণতন্ত্র, ওই দেখেন সাংবাদিকেরা দাঁড়িয়ে আছেন।

.........আফিলের দেখানো পথেই ভোটকাণ্ড

-আপনে তো চারবার আইলেন আবার ক্যান?-ভাই আসছি, গণতন্ত্র রক্ষা করতে, একটু সুযোগ দেন। -রাখেন আপনার গণতন্ত্র, ওই দেখেন সাংবাদিকেরা দাঁড়িয়ে আছেন।

........জনপ্রতিবাদ

স্টাফ রিপোর্টার | ৬ জানুয়ারি ২০১৪, সোমবার, ১০:৫৫ একটি ভোটও পড়েনি ৪১টি কেন্দ্রে। এর মধ্যে ২৫টি লালমনিরহাটে, ৫টি সিরাজগঞ্জে, ১টি রাজশাহীতে, ১টি বিশ্বনাথে ও ১টি উখিয়ায়। মাত্র ১টি ভোট পড়েছে লালমনিরহাটের ১টি কেন্দ্রে

............।পারছি না তাই মশা মারছি’

কেন্দ্রের গেটে অলস ঝিমুচ্ছে পুলিশ। ভেতরে মহড়া দিচ্ছে সরকারদলীয় কর্মীরা। পুলিশের কাঁধে হাত রেখে প্রিজাইডিং অফিসারের সঙ্গে কেউ করছেন গল্প। কেউ বারবার ভেতর-বাহির করছেন বুথে। পুরুষ কেন্দ্রের দরজা ছিল অবারিত। ভোটার নেই তাই বুথের ভেতর খোশগল্পে মুখর পোলিং ও এজেন্টরা। ঢাকা-৬ আসনের নবাবপুর, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, নারিন্দা, সূত্রাপুরের অন্তত ১০টি কেন্দ্র ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত করা হয়েছিল ৩টি কেন্দ্র। সকালে দীর্ঘলাইনে দাঁড়িয়েছিল অর্ধশত কিশোর। ভোটার উপস্থিতির চিত্র ধারণের পর গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখে সরে পড়ে তারা। এরপর বেলা ১১টা পর্যন্ত কোন ভোটার চোখে পড়েনি ১৬ ও ১৮ নম্বর কেন্দ্রের লাইনে। দুপুরের দিকে কোন কোন ভোটারকে দীর্ঘক্ষণ অবস্থান করতে দেখা গেছে বুথে। পরক্ষণেই কাস্ট ভোটের সংখ্যা বাড়ছিল অস্বাভাবিকভাবে।

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159545
০৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৭
আবু আশফাক লিখেছেন : কান ধরে উঠবস

ফটিকছড়ির নিশ্চিন্তাপুরে ক্ষুব্ধ ভোটারদের
রোষানলে পড়ে কানে ধরে ক্ষমা চেয়ে
উদ্ধার হয়েছেন তরিকত ফেডারেশনের সভাপতি
আওয়ামী লীগ সমর্থিত নজিবুল বশর মাইজভাণ্ডারী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File