এবং কুজাতা শিং এর দাওয়াই,,,,,

লিখেছেন লিখেছেন তিতুমির ২৮ ডিসেম্বর, ২০১৩, ১০:৫৪:৫৮ সকাল

এখন সে যুবক,বিবাহিত, কিন্ত এখনো সে বিছানায় প্রস্রাব করে, এর জন্যে অনেক ডাক্তার , কবিরাজ দেখানো শেষ , কাজের কাজ কিছু হয়নি, এখন শুধু হতাশা।

এই সময় আসে কুজাতা শিং নামে এক কুখ্খাত কবিরাজ। বলে এই সব রুগী তার কাছে কোনো বেপার না।

রোগীকে বলল , ঘটনা কী, খোলে বল।

রোগী বলে, ঘোমনোর সাথে সাথে তার কাছে শয়তান আসে আর বলে, পস্রাব কর, আর আমি সাথে সাথে পস্রাব করি, ঘটনা শোনে

কবিরাজ খুশি , বলে এক কাজ কর আজকে শয়তান আসলে বলবা যে আমাকে টাকা দিন, টাকা না দিলে কাজ করবনা।

যথারীতি শয়তান আসল, বলল পস্রাব কর, যুবক বলল

টাকা দিন , শয়তান শোনে ভাবল ,ওরে বাবারে, এ তো আরো

বড় শয়তান র পাল্লায় পড়েছে তো যাক ।

কবিরাজ দূরে এক লোককে দেখিয়ে বলল , ওর কাছে টাকা আছে, ওই টাকা নিয়ে দৌড় দে, যুবক তাই করল, ওই লোক তার টাকার জন্য যুবকের পিছু পিছু দৌড়, যুবক বলে এখন কী

করব।

শয়তান একটা গাছ দেখিয়ে বলে ওই গাছে ওঠতে।

যুবক তাই করল, ওই লোকো তার টাকার জন্য গাছে ওঠতে লাগলো, যুবক শয়তাণকে বলল এবার কী করব?

শয়তান বলল .... পায়খানা করে দে

......যুবক তাই করল,

যুবক ঘুম থেকে ওঠে দেখল , সে বিছানায় পায়খানা করে

দিয়েছে।

যুবক এখন আগের থেকে অনেক ভাল, আগে পস্রাব করতো, আর এখন এখন পায়খানা করে

বিষয়: বিবিধ

১৩৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File