পুলিশ মার খাচ্ছে কেন ?
লিখেছেন লিখেছেন তিতুমির ০৩ এপ্রিল, ২০১৩, ০৪:০১:৪২ বিকাল
পাগলের গো-বধে আনন্দ
সৈয়দ আবুল মকসুদ |
প্রাচীন বাংলার হিন্দুসমাজের একটি প্রবচন: পাগলের গো-বধে আনন্দ। মর্মার্থ হলো—যার মাথার ঠিক নেই সে কী করতে কী করে তা নিজেই জানে না। যে গো-দেবতা পূজ্য, তাঁকে পর্যন্ত হত্যা করে তার সীমাহীন আনন্দ। তবে পৃথিবীতে এমন দেশও আছে, যেখানে মোটেই পাগল নন এমন ব্যক্তিরাও মানুষ বধ করে আনন্দ পান। সে মানুষও একজন বা দুজন নয়—অসংখ্য।
বর্তমান সময়ে এমন কিছু কিছু অপ্রয়োজনীয় ও অপ্রত্যাশিত কাজ আমাদের রাষ্ট্র অবলীলায় করছে, যা পাগলের গো-বধের সঙ্গেই শুধুই তুলনীয়। মানুষ পাগল হলে তার জন্য পাগলাগারদ আছে, তাকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখলেও চলে; কিন্তু কোনো দেশের সরকারের যদি মাথায় গোলমাল দেখা দেয়, তার জন্য প্রকাণ্ড পাগলাগারদ পাওয়া যাবে কোথায়.. ...........................................
কী এর মধ্যে কী পান্তা ভাতে ঘি,,,,,না পাঠক
সবার কাজের ফোলাফোল পেতেই হবে, গত ৪২ বছরে জামাত শিবির এর কেঊ দেখেনি পুলিশ পিটাতে, এখন কেন?
আসিফ নজরুল সহ সবাই বলছে দেস যাচ্ছে কোন দিকে?
মানবজমিনের মটিউররহমান বলছেন কেউ জানে না আগামীকাল কী হবে, গাছের আগায় বসে গোড়া কাটলে কী হবে তার জন্ন্যে বাণীর দরকার নাই কেআরটেকর সরকার সিষ্টেম বাতিল ও জামাত নেতাদের বিচারের নামে নাটক এই সমস্সার মূল কারণ । কেআরটেকর সরকার সিষ্টেম এর কেও বিরোধী নাই , এমন কী শেখহাসিনও নয়, তবে কেন? কী আকর্ষণে ছোটে যাই মুদ্ঘ পানে , সরকারের হয়েছেন শনির দশা, গাছে ওঠলেন মই দিয়ে, সেই মই দিলেন ফেলে , যা হবার তাই, আর বিচার , জামাত বলছে নিরপেখ্হ বিচার, বিচার মনি তাল গাছ আমার,
আজকের সামসসার মূল কারণ এখানেই, সরকার অতি চালাকি করতে গিয়ে গেছে ফাইসসা, কিন্ত বর্তমানে এর দায় বার পুলিশের কারণ ১) অতি ওতসাহ ২)দলীয় দায় ৩)ওপরের নির্দেশ ৪) ঘুষ
অতয়েব দেশ বাচতে হলে সরকারকে এই খেলা বন্ধ করতে হবে কিন্ত চোরা না শুনে ধ র্মের কথা
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন