আবদুল জব্বারের “বাসে ইসলামের দাওয়াত”

লিখেছেন লিখেছেন আবদুল্লাহ বাংলাদেশী ১২ নভেম্বর, ২০১৩, ০৭:৫২:০২ সন্ধ্যা

লিখতেই ইচ্ছে করে না, একেবারেই লিখতে ইচ্ছে করে না। তারপরও ভাবলাম কিছু লিখি। আজ আপনাদের শোনাবো আবদুল জব্বার ভাইয়ের “বাসে ইসলামের দাওয়াত” দেয়ার কাহিনী।

আবদুল জব্বার নিয়মিত বাসে চলাচল করে। তাই সে ভাবল বাসে যেতে যেতে তার পাশের সিটে যিনি বসেন তাকে কিছুটা ইসলামের দাওয়াত দেবে। যেমন শুরুতেই জিজ্ঞেস করা হয়, “কোথায় যাবেন?” তারপর “আপনার নামটা জানতে পারি?” পরে জিজ্ঞেস করা হয় “আপনি কি করেন?” তারপর তার পেশা নিয়ে টুকটাক কথা বলে আবদুল জব্বার নিজের নাম ও পেশার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেয়। তারপর জিজ্ঞেস করা হয় “নামাজ পড়া হয় কিনা”, “নিয়মিত কুরআন পড়েন কিনা” ইত্যাদি। এরপর কিছু কুরআনের আয়াত ও হাদিস শোনানো হয়।

আবদুল জব্বার পর্যবেক্ষণ করে দেখেছে যে এতে পাশের যাত্রীর কাছ থেকে বেশ ভালো সারা পাওয়া যায় এবং অনেক অভিজ্ঞতা আদান প্রদান করা যায়। আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন, আশা করি কাজ হবে।

আসলেই লিখতে ইচ্ছে করছে না, তাই এই পর্যন্তই লিখলাম।

বিষয়: বিবিধ

১৪১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File