আমরা কি এই চক্র থেকে বের হতে পারবো না ?

লিখেছেন লিখেছেন বোকাসোকা আমি ২৬ মার্চ, ২০১৩, ১২:১১:১৬ রাত

৯০ এর গন আন্দোলন এর পর দেশের সাধারন জনগন মনে করলো কি এক্ষান পাইছি বোধহয়। তারপর ধীরে ধীরে সপ্নভংগ ! আবার সেই হরতাল, আবার সেই জ্বালাও পোড়াও, আবার ককটেল ফাটানো। যা এখনো পর্যন্ত চল্ছে । এর মধ্যে ২টি দল ঘুরে ফিরে ক্ষমতায় আসলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ আওয়ামী লীগ। বর্তমান অবস্থা এরকম দাড়ালো যে দেশের একটা বিশাল জনগোস্টি হিংস্র হয়ে উঠলো, তারা দুই ভাগে ভাগ হয়ে একে অপরকে ঘায়েল করার চিন্তা করছে। আস্তিক নাস্তিক, স্বাধিনতার পক্ষে আর বিপক্ষে নানা ভাগে ভাগ । কিন্তু সত্তি কথা হচ্ছে যাদেরকে নাস্তিক বলা হচ্ছে তাদের মধ্যে অনেকেই ধর্ম পালন করেন যথানিয়মে আর স্বাধীনতার বিপক্ষে যাদের বলা হচ্চে তাদের বেশিরভাগের জন্ম যুদ্ধের পর। তারা দেশ্কে ভালবাসে। তাহলে এই লড়াই এই বিভেদ কেন? দেশের আসল যে সমসসা তা সবাই এড়িয়ে যাচ্ছেন। যারা আজকে নিজেদের ধার্মিক দাবী করে অন্নকে নাস্তিক বলছেন আর জিহাদ করার ডাক দিচ্ছেন তিনি কি ভেবে দেখেছেন জিহাদ টা তার ঘরেই করতে হবে প্রথমে। জিহাদে যেতে ইচ্ছুক ভাইটির ঘরে হয়তো তার পরিবারের সদসসরা বসে দেখ্ছেন হিন্দি সিরিয়াল বা ছবি। অর্ধনগ্ন নায়িকার নাছ দেখ্ছে হয়তো তার প্রাইমারি স্কুল পড়ুয়া ভাই , ছেলে , বোন বা মেয়ে। সামাজিক অবক্ষয়ের সাথে সাথে দুরে সরে যাচ্ছে ধর্ম থেকে। ঐ সব তথাকথিত অনলাইনের নাস্তিকরা যা করেছে তা কিন্তু দেখছিল খুবই অল্প লোকজন। বেশিতে ৫০০ জন। কিন্তু এই অশ্লিল মিডিয়া আর সমাজের আধুনিকতা আমাদের পুরো নতুন প্রজন্ম্কে নস্ট করে দিচ্ছে। ধর্মকে সরিয়ে দিচ্ছে আমাদের জীবন থেকে। জিহাদ করতে হলে এইসব এর বিরুদ্ধে করা দরকার। স্বাধীনতার ৪২ বছর পর বাংলাদেশের নাগরিকদেরকেই দেশবিরোধী বলার কোন মানে হয় না। তারা যদি কোন ভুল রাজনৈতিক পথে যায় তার দায় কিন্তু এই দেশ্প্রেমিক দাবি করা দলগুলোর, কারন তাদের নেতা কর্মিদের উচ্ছ্রনখল আচরন সাধারন তরুন যুবকদের উতসাহিত করেছে ধার্মিক, নম্র, ভদ্র গোছের বা কারো কারো মতে ভান করা নেতাদের পিছনে দাড়াতে। এতে ঐ তরুনদের দোশ কি? দেশের বড় দু দল কি এই জন্ন দায়ী না? তাই বলি রাস্তায় মারামারি করে বা আগুন দিয়ে যেমন ইসলাম কায়েম করা যাবে না তেমনি রাবার বুলেট ছুড়ে দেশপ্রেমিক বানানো যাবে না। আধুনিকতার নামে নস্টামির হাত থেকে পরিবার, সমাজকে রক্ষা করতে পারলে সঠিক শিক্ষা দিতে পারলে ইসলাম কায়েম করতে রাস্তায় টমটম পুড়াতে হবে না, দেশপ্রেমিক বানাতে জাগরন মঞ্চ করতে হবে না।

বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File