ঘরের ভিতর বন্যার আভাস!
লিখেছেন লিখেছেন প্রশান্তি ২৩ মার্চ, ২০১৩, ১২:৩৪:৪১ দুপুর
রাত বাজে তিনটা, ঘুম থেকে জেগেছি মাইনাসের চাপে, বিছানা থেকে পা নামাতেই পানিতে পা......... ভয়ে লাফিয়ে উঠলাম, মোবাইলের আলোতে তাকিয়ে দেখি পুরো ঘরে পানি।কিভাবে হল এটি বুঝলাম না, চিন্তা করলাম গত সপ্তাহে এক বন্ধু রাজনৈতিক আলাপে বলেছিল ভারতের পানি ছেড়ে দেয়া আর আকাশের কান্নার সমন্বয়ের কথা হয়তো ঘুমের ঘোরে সেটাই রুপায়িত হচ্ছে। পরে মনে হল রাতে বৃষ্টি হয়েছে, ঢাকার রাস্তার যে অবস্থা তাতে হয়তো ড্রেইন বন্ধ হয়ে ঘরের মধ্যে পানি ঢুকেছে। বাইরে গিয়ে দেখি শুকনো, আশ্চর্য হলাম, ছোটকালে বিছানায় পেশাব করতাম বেশ বড় হবার পরেও কিন্তু তাই বলে এভাবে পুরো ঘর বিঝতনা। বাথরুমে ঢুকতেই দেখি যেই পাইপ দিয়ে পানি বের হয় সেটি বন্ধ এমনকি বেসিনের উপড় ময়লা জমে বেসিনের পানিও আটকে আছে এবং পুরো বারান্দা পানিতে ভরে গেছে।
ঝাড়ু হাতে নিয়ে পাইপ পরিস্কার করলাম আস্তে আস্তে পানি বের হতে লাগল কিন্তু ঘরের পানিগুলো বের করথে বেশ শব্দ হচ্ছিল আর ভয় লাগল যে ঢাকায় নাকি রাতে ঘরের মধ্যে মানুষ খুন করে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে খাওয়ায় আর রক্ত গলো বাথরুমে ফেলে দেয়....অনেক ভয় নিয়ে কাজ করছি আর ভাবছি দেশের যে অবস্থা কোন সময় পুলিশ এসে এত রাতে ঘর পরিস্কার করার দায়ে গেফতার করে নিয়ে যেতে পারে, কারন ধরলেই তো মোটা টাকা দাবী করতে পারে। এখন তো অপহরন কারি আর পুলিশের মধ্যে অনেক মিল পাওয়া যায়। অমিল শুধু একদল গোপনে আর অন্য দল প্রকাশ্যে............
কাজ শেষ হতে না হতেই আজান দিল ফজরের, ভয় কেটে গেল কিন্তু মনে এক অজানা অনুভুতি টোকা দিল এতকষ্ট করে এতরাতে ঘর পরিস্কার করলাম, মন পরিস্কার করতে কি কোন কষ্ট করতে হয়? আমার জানা মতে মন পরিস্কারে কোন কষ্ট হয় না, ভয় হয় না,অথচ আমাদের সবার মন পরিস্কার থাকলে পৃথিবীটা কতইনা সুন্দর ও শান্তিময় হত!
চলুন না বর্ষা/বন্যা আসার আগেই আমরা আমাদের মন পরিস্কার করি। পরিস্কার মন নিয়ে আমরা সবাই দেশ ও দেশের মানুষকে ভালবাসি.....................
বিষয়: বিবিধ
১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন