শংকা হল দুটি বিষয় নিয়ে!!!
লিখেছেন লিখেছেন প্রশান্তি ১৮ মে, ২০১৩, ০১:৪৪:৪৬ দুপুর
গতকাল ভেঅরে গ্রামের বাড়ী গিয়ে ছিলাম,আমাদের গ্রামের মানুষ তেমন শিক্ষিত নয়, হাতে গোনা কয়েকজন আমরা বের হয়ে এসেছি, অথচ গ্রামের অশিক্ষিত বৃদ্ধ লোকের মুখে যা শুনলাম তাতে হতবাক হওয়া ছাড়া কোন উপায় ছিলনা।
দেশের মিডিয়াগুলো জামাত-শিবিরের কর্মকান্ড গুলোকে এমনভাবে প্রচার করেছে যে,জামাত-শিবির যেন একটি দুগন্ধ-ময়লা যুক্ত ঘৃণিত সংগঠন, ছিঃছিঃ করার মত অবস্থা, পরিচয় দিতে অনেকে লজ্জাবোধ করেন, হয়তো মিডিয়া একদিন তাদের পরিনাম ভোগ করবে......শংকার বিষয় হল যদি লীগ আবার ক্ষমতায় যায় তাহলে এই জামাত-শিবিরের অবস্থা এতটাই খারাপ হবে যা হবে আত্মঘাতি হামলার জন্য নতুন স্কোয়াড........
দ্বিতীয়ত: পুলিশের বর্তমান যে অবস্থা এবং তাদের যে ভুমিকা, সরকার থাকতেই তারা নিজেদের থানা-ফারির সাইনবোর্ড পর্দা দিয়ে ঢেকে রাখে লোকজনের দৃষ্টি থেকে আড়াল করার জন্য, নিজেরা পোষাক পরে একা একা ভ্রমন করার সাহস পায়না, কোথাও বেড়াতে গিয়ে পুলিশ পরিচয় দিতে চায় না জনগনের অক্রোশের ভয়ে। সরকার থাকতেই যদি পুলিশের এই অবস্থা হয়, তাহলে কোনভাবে যদি সরকার চেন্জ হয় তাহলে এদের কি ভয়াবহ অবস্থা হবে?
সুতরাং প্রত্যেকেরই স্ব-স্ব স্থানে সাবধান হওয়া উচিত, এমন কিছূ করা/বলা/প্রচার করা উচিত নয়, যার বর্তমান ফল নিজের পক্ষে গেলেও সুদুর প্রসারি ফল সারাদেশ ও জাতীর জন্য ক্ষতিকর।
বিষয়: বিবিধ
১৫৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন