কবিতা
লিখেছেন লিখেছেন শান্তি ২৪ মার্চ, ২০১৩, ০৯:২৩:২১ সকাল
শ্বাপদ সংকুল পথ শ্বাপদ সংকুল পথে চলেছি একা, সকরুন দৃষ্টিগোচর হচ্ছে না কারো পানে। কে যেন পশ্চাত্পদে হাঁকিছে আমায়, দূর্গম পথের সঙ্গী করে নিতে। ও'গো যাত্রী পারিবো না নিতে তোমায়, নিঃসঙ্গ এ হৃদয়ে আমার। তুমি থাক এ আলোময় ধরারবুকে, চলেছিআমি এক- শ্বাপদসংকুলপথে । জীবন, ধরার, কালের- নিঃষ্ঠুর পরিহাসে, দিশা আমার চলিতে চায়- সম্মুখ পরিপানে। পথের মাঝে বাঁধা হয়ে দাঁড়ায়- আলোময় স্মৃতিগুলি, স্মৃতির মানসপটে ভেসে ওঠে - ভাবি বিজয়ের দিনগুলি||
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন