বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের(পিএসসিসিসিসিসি) হিসাব...............হাস্যকর।

লিখেছেন লিখেছেন শান্তি ২৬ জুলাই, ২০১৩, ০৫:৩০:১৩ বিকাল

বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে অনেক আশা নিয়ে বিসিএস প্রিলি পরীক্ষা দিলাম 34 তম। উত্তীর্ন হই নি মনে হয় কারন আমার প্রবেশপত্র পাইনি বলে দেখতে পারি নি।আরো একটা কারন ছিল,আর তা হল পি এসসির মতে খুব বেশী মার্কস না পাওয়া।শেষের কথাটি বলার কারন হলো বিগত কোন বিসি এস এ এত মার্কস পেয়ে টিকতে হয়েছিল তা আমার জানা ছিল না।যেখানে 33 তম বিসিএসে 60 পেয়ে চান্স হয় সেখানে 34 তম তে যে 75 ও চান্স হবে না কে জানে?আর যেখানে পূর্ববর্তী বিসিএসে 25-30হাজার উত্তীর্ন সেখানে এই বিসিএসে কেন মাত্র সাড়ে বার হাজার ?কোটা ব্যবস্থাকে পাকাপোক্ত করতেই যে এই ব্যবস্থা তা সবারেই জানা।সাহবাগ সহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রচন্ড চাপে পরে স্থগিত করে আবার পূর্নমূল্যায়ন করে নতুন ফল ঘোষনা করে ।তাতে সাড়ে ছেচল্লিশ হাজার উত্তীর্ন প্রকাশ করা হয়।পরে খোঁজাখুজি করে রোল নাম্বার দেখলাম আছে।লিখিত পরীক্ষার ফরম পূরন করতে গিয়ে আমি তো অবাক!যেখানে 2002 সালে একজন A পেয়েছিল 60 নাম্বার পেয়ে আর আমরা 2003 সালে 70 পেয়ে A পেয়েছিলাম ।তাহলে তো তাদের আর আমাদের রেজাল্ট এক হলেও মার্কস এক হওয়ার কথা না।উল্লেখ থাকে যে 2002 সালে A পাওয়া মানে গড়ে তার মার্কস 60 ।আবায় 2003 সালে যে A পেয়েছিল তার মার্কস 70 ,কোন ভাবেই 70% এর নিচে নয়।তবে কেন বিসিএসের মার্কস ফরমেটে 70%এর অধিক মার্কস পেয়েও 64%।এটা তাদের কোন ফরমেট?হাস্যকর ছাড়া আর কি?হিসাব কোন মতেই মিলাতে পাচ্ছি না..........

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File