Eisob Kiser Alamot???

লিখেছেন লিখেছেন মেঘ বলেছে চৈত্রে যাব ০৩ এপ্রিল, ২০১৩, ০১:২৯:১৪ রাত

ক্যাচাল#১

তিন জন ব্লগারকে আটক। অতঃপর তাদেরকে তাদের ইন্টারনেট সামগ্রি সহকারে সাংবাদিকদের সামনে উপস্থিত করানো। তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর।

এইসব কিসের আলামত??

ক্যাচাল# ২

আমার ব্লগের বাংলাদেশের ডোমেইন সাময়িক ব্লক, আবার খুলে দেয়া। ৩ জন ব্লগারের আটক এবং অন্যান্যদের আটক আতঙ্কে থাকা। অতঃপর ডাঃ ইমরান সরকারের লিখিত বক্তব্য পাঠ। বক্তব্যে আওয়ামী সরকারের বিষেদাগার করা।

এইসব কিসের আলামত??

ক্যাচাল# ৩

গতদিন মাথা থেতলে দেওয়া এক পুলিশ সদস্যের ছেলে বললেন,

" আমার বাবা কে সহিংস কারীরা এইভাবে মারল আর বাকি পুলিশরা তাকে সাহায্যের জন্যে এগিয়ে এলেন না, সারা দেশে তারা পাখির মত গুলি করে মানুষ মেরেছে, কিন্তু গতদিন গুলি করল না কেন? এমনকি আমার বাবা আহত হয়েছে এই তথ্য সাংবাদিক ভাইয়েরা ফোনে পুলিশকে বলেছিল। বাবাকে পুলিশ হসপিটালেও নেয় নায়। নিয়েছে সাধারণ জনগন। ''

এইসব কিসের আলামত??

ক্যাচাল# ৪

একটা দুইটা অমুক ধর, ধইরা ধইরা জবাই কর। অমুকের চামড়া তুলে নেব আমরা। এইসব ভয়ানক কথাবার্তা কোমল মতি শিশুদের শিখিয়ে আজ এটিএন নিউজ একটা নিউজ করেছে। শিশু গুলো সবাই টোকাই ছিল। এইসব নিউজ দেখিয়ে এটিএন নিউজ কি বুঝাতে চায়? তারা কিন্তু কোন লাশের বা বিভৎস ছবি তাদের চ্যানেলে দেখায় না।

এইসব কিসের আলামত??

সরকার আর কি কি আলামত দেখাইতে চায়, কেউ জানেন নি???

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File