ন্যায় বিচার আজ স্বৈরাচারের পদতলে পিষ্ট
লিখেছেন লিখেছেন খালিড ২৯ মার্চ, ২০১৩, ০৩:০৫:০০ দুপুর
'প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বানী নিরবে নিভৃতে কাঁদে' রবীন্দ্রনাথের কবিতার এ লাইন আজ খুব মনে পরছে । সাঈদী সাহেবকে যে দুটি অপরাধে শাস্তি দেয়া হল তা যে কত বড় মিথ্যাচার দেশবাসীর কাছে পরিষ্কার । তারপরও কি এই নরাধমেরা বিরত হবে? যুগে
যুগে জুডিশিয়াল কিলিং অনেক হয়েছে । আজকে আমার দেশে নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে । এ দৃশ্য দেখে আমরা কি শুধু চোখের পানি ফেলব না প্রতিবাদ করব? প্রতিবাদ করতে গেলে আহত নিহত হওয়ার সম্ভাবনা যেমন আছে তেমনি পুরস্কারের প্রতিশ্রুতিও আছে। আমরা যদি আখেরাতে বিশ্বাস করি তাহলে জুলুম অত্যাচার আমাদেরকে দমাতে পারবেনা।
বিষয়: বিবিধ
১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন