এক মুঠো সবুজের স্বপ্ন

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ মাহমুদ নজীব ২৭ জুন, ২০১৪, ০৯:২০:১১ রাত

মাঠের সবুজ মিশে গেছে আকাশ-নীলের সাথে

দুই বরনের মধুর প্রীতি- হাত ধরেছে হাতে।

গা ছমছম! ঝিঁ ঝিঁ ডাকা, জোনাক জ্বলা রাতে

কদম-কেয়ার বনে কোথাও ডাহুক বুঝি মাতে!

ছায়ায় ঘেরা, মায়ায় ঘেরা আমার গাঁয়ের কাছে-

ঢেউ টলোমল, পদ্ম ফুলের একটি দিঘী আছে;

সেই দিঘীতে আমার সাথে জলকেলী খায় মাছে,

খানিক পরেই মন ছুটে যায় উঠতে জারুল গাছে।

কালবোশেখীর বাতাসে যেই গাছ-গাছালি নড়ে

ব্যস্ত সবাই, ছুটোছুটি - আম ঝরেছে ঝড়ে

সোনায় মোড়া দিনগুলো আজ শুধুই মনে পড়ে

ইচ্ছে করে ফের ফিরে যাই কল্প-ডানায় চড়ে।

ইট-পাথরের এই শহরে কোথায় আকাশ-নীল?

নেই কোথাও শাপলা ফোটা জল থৈ থৈ বিল

আমার সবুজ গাঁয়ের সাথে একটুও নেই মিল!-

ভেবে শুধু আনমনা হই- কষ্টে পুড়ে দিল।

আজ বুঝি তাই ইচ্ছে জাগে গাঁয়ের বাড়ি যেতে

রোদ-ঝলমল ভোরে সবাই বসে মাদুর পেতে-

মায়ের হাতে চিতই-পায়েস আয়েশ করে খেতে,

কাবাডি আর গোল্লাছুটে উঠতে সবাই মেতে।

বিকেল হলেই উদোম গায়ে ফুটবল ম্যাচ খেলা

কিংবা সবাই মিলে নদীর জলে ভাসাই ভেলা।

আমার বাড়ির বাগান জুড়ে প্রজাপতির মেলা-

ফুল-পাখিদের সাথেই আমার কাটত সারা বেলা।

কালো ধোঁয়ায় শ্বাস নিয়ে নাই, বুকটা ভীষণ ভারি

মাঝে মাঝে খুব মনে হয় এই নগরী ছাড়ি-

কিন্তু এতো সহজও নয়, চাইলে কি আর পারি?

আমি এখন দিব্যি হয়ে গিয়েছি সংসারী!

গাঁয়ের মায়া, গাছের ছায়া আজও আমায় টানে

আজও বুঝি দোয়েল এসে শিস্ দিয়ে যায় কানে

গাঁয়ের প্রীতি করলে স্মরণ- এ মন কি আর মানে?

এই শহরের মানুষগুলো কার কথা কে জানে?

দখিন হাওয়ায় দুলতো মাঠে সোনার বরন ধান

ক্লান্ত দুপুর, বটের ছায়ায় রাখাল ছেলের গান

পাক-পাখালির মিষ্টি গানে মন হতো আনচান-

পপ-ব্যান্ডের তালে এখন ভরে না আর প্রাণ...

পারফিউমের সুবাস এখন আমার ডানে-বাঁয়ে

তবু আমার বুক ভরেনা, ভরতো যেমন গাঁয়ে।

আহ কতো সুখ সোঁদা মাটির গন্ধ মেখে গায়ে-

শিশির ভেজা ঘাসের উপর হাঁটতে খালি পায়ে!

ভাল্লাগেনা নগরের এই রঙিন মেকী রূপ-

এক চিলতে সবুজ দেখার ইচ্ছে আমার খুব!

এই দেখো না, প্রকৃতিটাও অভিমানে চুপ

হীরের কুচি বৃষ্টিরা তাই ঝরে না টুপ টুপ।

২৮/০২/'১৪

বিষয়: সাহিত্য

১৪৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239452
২৭ জুন ২০১৪ রাত ০৯:৫৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
239453
২৭ জুন ২০১৪ রাত ০৯:৫৩
ছিঁচকে চোর লিখেছেন : বয়স অল্প হলেও কবিতার ধার একদম পাক্কা বয়স্কদের মত। জাজাকাল্লা তোমার জন্য শুভকামনা। পড়াশুনা কেমন চলে? কলেজ লাইফ কি শেষ হতে চললো তোমার?
239502
২৮ জুন ২০১৪ রাত ০১:০৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
239759
২৮ জুন ২০১৪ রাত ০৮:৫২
সাদিয়া মুকিম লিখেছেন : মাশা আল্লাহ! সুন্দর কাব্যের শব্দ বুনন!


240180
৩০ জুন ২০১৪ রাত ০৪:১৬
বাজলবী লিখেছেন : অনেক সুন্দর হলো ধন্যবাদ।
249909
০১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩১
আলোকিত প্রদীপ লিখেছেন : মাশা আল্লাহ! অসাধারণ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File