কোথায় সাকী?

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ মাহমুদ নজীব ২৩ অক্টোবর, ২০১৩, ০৬:৫৫:৫৮ সন্ধ্যা



.

প্রেরণার বাতিঘর নিভু নিভু প্রায়

মানজিলে পৌঁছানো এখনো যে বাকী

তৃষ্ণায় এ বুকের ছাতি ফেটে যায়

বেড়ে চলে হাহাকার, কোথা তুমি সাকী?

.

সুরা ভরা পেয়ালায়, সাকী নেই পাশে

আলোকের মাহফিলে হতাশার বান;

প্রলয়-তুফান বুঝি এই ধেয়ে আসে!

মিনারে দাঁড়িয়ে আজ কে দেবে আজান?

বিষয়: বিবিধ

১৫৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File