তোর জন্যে প্রেমাস্পদ!

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ মাহমুদ নজীব ৩০ মে, ২০১৩, ০৭:৩৯:৪৪ সন্ধ্যা



রাত কেটেছে তোর ভাবনায়-

একটা চিঠির জবাবও তুই লেখিস্ না,

তোর বিরহে প্রাণটা কাঁদে-

আমার বুকে ঝড়ের মাতম দেখিস্ না।

.

আমার সকল স্বপ্ন-সাধ

তোর আশাতে দিলাম বাদ,

তবু আমায় প্রেম-তিয়াসে কাতর কেনো রাখিস্?

এতো ডাকি তবু কেনো চুপটি করে থাকিস?

.

তোর ঠিকানায় পাঠিয়েছি রাত জেগে নীল খাম

তবু আমায় ডাকলি না

একটু মনে রাখলি না

সেই বেদনায় অশ্রু আমার ঝরেছে অবিরাম।

.

দেখা যদি নাই বা দিলি, যাস্ নে হয়ে পর

তবু তোরে ভালোবেসে যাবো জীবন ভর

থাকবে না আর মনে ব্যথা,

রাখিস্ যদি একটি কথা-

জান্নাতে তোর পাশে আমায় বানিয়ে দিস্ ঘর।

বিষয়: বিবিধ

২১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File