সব হাসি থাক জমা...

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ মাহমুদ নজীব ২৪ মে, ২০১৩, ০৮:১৯:৩১ রাত



আহা!

তোমরা কতো হাসতে পারো

সুখের ভেলায় ভাসতে পারো;

রাত্রি-দিনে স্বপ্ন দেখো শুধু...

আমি-

মলিন হাসি পাংশু মুখে

ব্যথার তুফান বইছে বুকে;

হৃদয় যেনো মরুর মতো ধূ ধূ...

কেন?

শুন্য আমার পূণ্য-ঝুলি

তাইতো সাধের স্বপ্নগুলি-

দিয়েছি নিজ হাতে বিলীন করে

সেদিন-

ফিরদাউসে জায়গা পেলে

দেখবো স্বপন দু'চোখ মেলে;

খুশির পায়রা উড়াবো মন ভরে...

বিষয়: সাহিত্য

২৪৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File