স্বপন-বীজের বপন কথা

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ মাহমুদ নজীব ১৭ এপ্রিল, ২০১৩, ০৭:৫৭:৩৪ সন্ধ্যা



একটা পাখির দূর আকাশে হেসে-খেলে

উড়তে ভীষণ শখ জেগেছে পাখনা মেলে

গলা ছেড়ে গাইবে সে গান মিষ্টি সুরে

ছড়িয়ে দেবে দূর হতে দূর বহুদূরে

স্বপ্নটা ঠিক ঘুরে-ফিরে থাকছে বুকে

একটু সাহস করে বলা হয় না মুখে

পারবে তো সে পাখনা মেলে যেতে উড়ে?

বুক-পাঁজরের বন্দী খাঁচার শিকল ছুঁড়ে?

জাগাতে কি পারবে গানে ঘুমের পাড়া?

মোহন সুরের ঝংকারে সে তুলতে সাড়া?

শোনাবে কেউ একটুখানি আশার বাণী?

এমন সময় সোনার বরন সুরের রাণী-

আকাশ থেকে স্বপ্নপাখির হালটি দেখে

আসলো নেমে, কাছে এসে বললো ডেকে-

কী নেই তোমার? রয়েছে রূপ, সুর মোহময়

শংকা কিসের? ঝেড়ে ফেলো অযথা ভয়!

সুরের রাণীর অভয় পেয়ে স্বপ্নপাখি-

ভাবলো এখন কী করে আর বসে থাকি!

উড়াল দিলো স্বপ্নপাখি সাহস নিয়ে

সুরের রাণী ভালোবাসার পরশ দিয়ে-

নিজ হাতে দেয় মুছে ভাঙা ডানার ক্ষত,

ভাঙা মনে স্বপ্ন জাগায় অবিরত...

বিষয়: সাহিত্য

২০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File