হায়রে পুলিশ।---------তুমি কার?

লিখেছেন লিখেছেন আবুনাকিব ২৭ মার্চ, ২০১৩, ১১:০৮:১৩ সকাল

পারে। সব পারে। হ্যাঁ পুলিশ সব পারে। অর্থাৎ হেন কাজ নাই যা পুলিশ পারেনা । আর তা আবারো প্রমাণ করলো, ইসলামী ছাত্র শিবিরের স্বাধীনতা দিবসের শান্তি পূর্ণ বর্ন্যাঢ্য শোভা যাত্রায় হামলা ও গুলি চালিয়ে। গ্রেফতার করা ৫ কিশোরকে। বিষয়টা মনে হয় এরকম কোন ছাত্র সংগঠন করেনা তোমরা কেন করবে? অথবা এ দেশে স্বাধীনতার কথা কেন বলবে। তাই জানতে বড় ইচ্ছে হয় । জনগণের টাকায় বেতন নেয়া পলিশ তুমি কার?

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File