আ মা র দেশ এর শত দোষ(!)

লিখেছেন লিখেছেন আবুনাকিব ১১ এপ্রিল, ২০১৩, ১২:১১:১৯ দুপুর

দৈনিক আমার দেশ পত্রিকা আর তার সম্পাদকের দোষের কোন অন্ত নেই।

১.ইসলামের পক্ষে লিখে ।

২.তথাকথিত যুদ্ধাপরাধের বিপক্ষে।

৩.দেশের কথা বলে।

৪.জনগণের পক্ষে থাকে।

৫.দূর্নিতির বিপক্ষে অবস্থান।

৬.দেশের স্বার্থে সব কথা বলে।

৭.সত্যের পক্ষে অবস্থান নেয়।

৮.মিথ্যা থেকে শত মাইল দুরে থাকে।

৯.সাহসের সাথে কথা বলে।

১০.সঠিক সময়ে সঠিক কাজ করে।

১১.জনগণকে সঠিক তথ্য দেয়।

১২.অধিকার হারাদের অধিকার দেয়।-----------------------------

বিষয়: বিবিধ

১৪৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File