শিবির কমান্ডার দেলোয়ার ধরা পরেছে, ১৪ দিনের রিমান্ডে ।
লিখেছেন লিখেছেন এলিজাবেথ ০১ এপ্রিল, ২০১৩, ১০:২০:৪২ রাত
বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধন্যবাদ। দেরিতে হলেও শিবির কমান্ডার কে কব্জা করে রিমান্ডে আনা হয়েছে। সারাদেশে সহিংসতা, তান্ডব, অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের উপর হামলা, ককটেল, বিস্ফোরক দ্রব্য ও নিরীহ মানুষ হত্যার মুল হোতা এই শিবির কমান্ডার দেলোওয়ার হোসেন।
গয়েন্দা পুলিশকে এখন খুবই সতর্কতার সাথে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যাতে সে মরে না যায়, তাকে বাঁচিয়ে রাখতে হবে। তার কাছ থেকে নাসকতার সব তথ্য আদায় করার জন্য প্রয়োজনে সৌদি শরিয়া পুলিশ ও ইরানী ইন্টিলেজেন্সের জয়েন্ট ইন্টারগেশন সেলের সহায়তা নেয়া যেতে পারে। এ বিষয়ে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রনালকে এখই উদ্যক নিতে হবে।
বিষয়: বিবিধ
১৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন