আদর্শ কথোপকথনকারী হওয়ার উপায়

লিখেছেন লিখেছেন সোহাগী ২০ মার্চ, ২০১৩, ১০:৪২:৫০ রাত



অভ্যাসগুলো তৈরী করুনঃ-

# বিনয়ী হোন।

# ভেবেচিন্তে কথা বলুন।

# উদারনীতি পালন করুন ।

# প্রসন্ন ও হাস্য পরিহাস প্রিয় হোন।

# অপর ব্যক্তির প্রতি আগ্রহ দেখান।

কথা বলার সময় স্বরন রাখুনঃ-

# কুতর্ক করবেন না।

# কথাবার্তায় নিষ্ঠাহীন হবেন না।

# মতান্ধ হবেন না।

# বিড় বিড় করে কথা বলবেন না।

এই অভ্যাসগুলো পরিহার করুনঃ-

# অত্যাধিক গ্রাম্য ভাষার ব্যবহার করবেন না। যখন এর ব্যবহারের ফলে কথাবার্তায় বলিষ্ঠতা আসে একমাত্র তখনই ব্যবহার করুন ।

# আপনার কথাবার্তা থেকে প্রয়োজনাতিরিক্ত শব্দের ব্যবহার পরিহার করুন ।

# রং চড়িয়ে কথাবর্তা বলার অভ্যাস পরিত্যাগ করুন ।

# অসংলগ্ন ভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলা বন্ধ করুন ।

ব্যক্তিত্বের প্রভাব বিস্তার লাভের জন্যঃ-

# ভাল শ্রোতা হোন।

# মিত্রতাপূর্ন ব্যবহার করুন কিন্তুু সম্পূর্ন আবরনহীন ভাবে নয়।

# আপনার ব্যবহারে কোনরূপ দোষ ত্রুটি থাকলে তা পরিহার করুন।

# সর্বদা আপনার কথোপকপনের দক্ষতাকে উন্নত করার চেষ্টা করুন।

এভাবে যদি প্রয়োজনীয় অভ্যাসগুলো নিজের মাঝে গড়ে তুলতে পারেন এবং অপ্রয়োজনীয় অভ্যাসগুলো যদি পরিত্যাগ করতে পারেন। তাহলে দেখবেন জনপ্রিয়তা নামের সোনার হরিন আপনার কাছেও ধরা দিতে পারে।

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File