ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলার অবসান কবে ???
লিখেছেন লিখেছেন ইমরান সাফওয়ান ২৫ মার্চ, ২০১৩, ০১:৩১:০৬ রাত
লাগাতার চার-পাঁচ মাস যাবত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় (ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ) অকার্যকর। ক্লাশ, এক্সাম ও অন্যান্য যাবতীয় কার্যক্রম বন্ধ। হাজার হাজার ছাত্রের ভবিষ্যত যেখানে হুমকির সম্মুখীন। এ নিয়ে কারো কোন মাথা ব্যথা আছে বলে মনে হয়না।
প্রশাসনিক দায়িত্বশীলগণ কোথায় সমস্যা নিরসনে এগিয়ে আসবেন উল্টো তারা আরো নানা কৌশলে অচলাবস্হাকে তরান্বিত করছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ থাকলে তাদের কি? তাদের তো কোন ক্ষতি নেই। মাস শেষে মোটা অংকে শেখ মুজিবের মার্কা মারা কচকচে নোট বেতন হিসেবে তো ঠিকই উঠিয়ে নেয়। তাদের বিবেকে কি একটুও বাধেনা ? আসলে বিবেক থাকলে তো কথা !
শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি বা রাষ্ট্রীয় কর্তাব্যক্তিরা কি ভাবছেন এ বিষয় নিয়ে ?
তাদের ছেলে-সন্তানরা তো আর এদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনা করেনা। সুতরাং তাদের এ নিয়ে মাথা ঘামানোর কথাও না। তাদের হাতে কত্তো কাজ..............!
নতুন নতুন প্রাইভেট ভার্সিটির অনুমোদন দিতে দিতে তো উনারা হাপিয়ে উঠেছেন। এতো ঝামেলার মাঝে এই ছোট-খাটো বিষয় নিয়ে তাদের ভাবার সময় থাকার কথা নয়। এ কেমন দেশে বাস করিরে ভাই! আল্লাহই ভালো জানেন....
গরীবের মেধার যেমন কোন মূল্য নেই তেমনি গরীবের ছেলে-মেয়েদের খোজ-খবর নেওয়ারও কেউ নেই।
(পুরোনো লেখার ব্লগীয় সংরক্ষণ)
পূর্বপ্রকাশ: সোনার বাংলা ব্লগ ও সামহোয়ারইন ব্লগ
(২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৫)
বিষয়: বিবিধ
১০৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন