আমার ব্লগিং ক্যারিয়ার ও বিডিটুডে ব্লগে যাত্রা : অ-প্রয়োজনীয় কিছু কথা...
লিখেছেন লিখেছেন ইমরান সাফওয়ান ২২ মার্চ, ২০১৩, ০৬:১৩:১১ সন্ধ্যা
সু-প্রিয় ব্লগার ও ভিজিটর বন্ধুগণ!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
আপনাদের এই নতুন অতিথির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা নিবেন!!!
বিগত দুই-আড়াই বছর পূর্বে আমি ব্লগে যাত্রা শুরু করেছিলাম। প্রথমে এসবি (সোনার বাংলাদেশ) ব্লগে ব্লগিং করতাম । বেশ কিছুদিন পর বিগত আঠারো-উনিশ মাস আগে বামদের পরিচালিত সামুতে (সামহোয়্যার ইন ব্লগে) জয়েন করেছিলাম। সামুতে জয়েন করার পর এসবি ব্লগে নিয়মিত না হলেও সামুতে নিয়মিত লিখার চেষ্টা করতাম।
গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সামুতে চলমান ইস্যু নিয়ে আমার একান্ত ব্যক্তিগত মতামত তুলে ধরে একটি পোষ্ট দিয়েছিলাম। মুহুর্তের মধ্যে আমাকে সম্পূর্ণ অনৈতিকভাবে ব্যান করে দেয়।
বিষয়টির তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে আমাকে ব্যান করার সু-নির্দিষ্ট কারণ জানতে চেয়ে আমি ফিডব্যাক দিয়েছিলাম। আজ পর্যন্ত কোন রেসপন্স পাইনি। আমার দৃঢ় বিশ্বাস আমি তাদের ব্লগের নীতিমালা বহির্ভূত কোন পোষ্ট দেইনি। কারো লালিত বিশ্বাস বা চিন্তাধারায় আঘাত করিনি।
যাইহোক সামুতে ব্যান হওয়ার পর ব্লগিং নিয়ে ভাবছিলাম। এদিকে এসবি ব্লগও সরকারি রোষানলে পরে বন্ধ। অবশেষে এসবি ব্লগের প্রাক্তন ভার্চুয়াল কিছু বন্ধুর পরামর্শে বক্ষমান বিডিটুডে ব্লগে জয়েন করলাম।
জানিনা এখান থেকে আবার কবে বিদায় নিতে হয় ব্যান খেয়ে বা রাষ্ট্রীয় নগ্ন হস্তক্ষেপে।
আপাতত সে কু-লক্ষণ দেখছিনা।
আশা করি নিশ্চিতভাবে নিশ্চিন্ত মনে আমরা ডানপন্থীরা (শুধু ধর্মবিরোধী নাস্তিকরা বাদে সকল মত ও পথের লোক) একটি শক্তিশালী প্লাটফর্মে একতাবদ্ধ থাকতে পারব।
সবার সু-সাস্থ্য ও কল্যান কামনা করে আমার ব্লগে নিয়মিত বেড়াতে আসার আগাম দাওয়াদ দিয়ে শেষ করছি।
সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ!!!
বিষয়: সাহিত্য
১২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন