দু' হাজার বারোর কৈফিয়ত, দু' হাজার তেরোর শপথ................

লিখেছেন লিখেছেন ইমরান সাফওয়ান ২২ মার্চ, ২০১৩, ০৩:৩৪:৫৭ রাত



আজ ২০১২ এর অধ্যায় শেষ হতে চলেছে। ২০১৩ এর আগমনী বার্তা হাতছানি দিয়ে ডাকছে। সু-দীর্ঘ ১ টি বছরের সমাপ্তি দিবসে হিসাব নিকাশের বেদনা বিদূর সন্ধিক্ষণে ছোট্র এ মন খুব ভারাক্রান্ত।

বছরের প্রথম দিন অনানুষ্ঠানিকভাবে অনেক ধরণের প্লান-প্রোগ্রাম করা হয়েছিলো একটি নতুন বর্ষকে ঘিরে। পুরো বছরের প্রতিটি দিনকে নিজের কর্ম ও সফলতার মাধ্যমে সূর্য্যের আলোর মতো উদ্ভাসিত করে তুলবো। প্রতিটি দিনকে কর্মময় ও অন্যান্য কাজের মাধ্যমে ব্যস্ত করে রাখবো। আরো না বলা (পড়ুন ! বলতে না পারা) কতো স্বপ্ন মনের মাঝে উঁকি মেরেছিলো......... কিন্তু মনে হচ্ছে টার্গেটের শতভাগের একভাগ তো দূরে থাক, এক সিকি ভাগও পূরণ করতে পারিনি।

ব্যক্তিগত গ্রন্থাগারের সিংহভাগ বই এখনো অ-পঠিত। এক বইমেলার ক্রয়কৃত বই পড়ে শেষ না করতেই আরেক বইমেলা নাকের ডগায় শ্বাস ফেলার ফুরসত খুঁজছে।

লেখালেখিতে সেই পুরনো কচি হাতই রয়ে গেলো। পাকাপোক্ত হতে এখনো যে ঢের সময় বাকি।

ধর্মীয় ও সামাজিকভাবে ছোট ছোট কিছু কাজ শুরু করার ইচ্ছে ছিলো। যা এখনো ইচ্ছেতেই আবাস গেড়ে বসে আছে। বাস্তবের আলো আদৌ দেখবে কি না কে জানে ??? আর একাডেমীক ষ্টাডির কথা আপাতত না বললেই চলবে। আহারে স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয় ! এমনিতেই আলস্যে ভরা আমার পুরোটা জীবন। দিনের ২৪ ঘন্টার ২২-২৩ ঘন্টাই মনে হয় ঘুম ও ফালতু কাজে ব্যয় হয়। ক্যাম্পাসে ক্লাস থাকলে বাসা টু ক্লাসরুম, ক্লাসরুম টু বাসা। আর মাঝে মাঝে সেমিনার হল-লাইব্রেরীতে উঁকি-ঝুকি মারা। এই যা পড়াশোনা ! তার মাঝে লাগাতার ৫-৬ মাস যাবত বিশ্ববিদ্যালয় বন্ধ। বাহ্ ! কি মজা !! পড়াশোনা গোল্লায় যাবেনা তো কি আসমানে উঠবে ?

নির্দিষ্ট কিছু কাজের জন্য লাগাতার দুই-আড়াই বছর যাবত দৌড়া-দৌড়িতে পুরোই ক্লান্ত। কাংখিত লক্ষ্যে পৌঁছার পথ ঘন কুঁয়াশায় আচ্ছন্ন। জানিনা গন্তব্য পথ এখনো কত দূর !

২০১২ এর বিদায় মানে ছোট্র এ জীবন থেকে আরো একটি মহা মূল্যবান বছরের খসে পড়া । কালের অতল গহবরে বিলীন হয়ে যাওয়া আলস্যে ভরা দিনগুলো আর খুঁজে পাবোনা। তা খুঁজে বেড়ানো বোকামী বৈ কিছু নয়। তবে আমার মনে হয় সেসব হারানো দিনগুলো থেকে আত্মোপলব্ধি করে সামনে এগিয়ে যাওয়াটাই হবে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।

মহান প্রভুর নিকট প্রার্থণা, বিগত বছরের তুলনায় আগত নববর্ষ যেন অনেক অনেক সুন্দর হয়। বিগত বছরের অবশিষ্ট কাজগুলো যেন আগত দিনগুলোতে সুচারুরুপে সমাধান করতে পারি। কল্যান ও সফলতায় যেন আগামী বছরটি ভরপুর হয়ে উঠে। প্রভূ হে ! তোমার দয়া, কৃপা ও অনুগ্রহ সব সফলতার পূর্বশর্ত। তোমার সেই দয়া ও অনুগ্রহের ছায়াতলে এই অধমকে একটু আশ্রয় দিও !!!আজ ২০১২ এর অধ্যায় শেষ হতে চলেছে। ২০১৩ এর আগমনী বার্তা হাতছানি দিয়ে ডাকছে। সু-দীর্ঘ ১ টি বছরের সমাপ্তি দিবসে হিসাব নিকাশের বেদনা বিদূর সন্ধিক্ষণে ছোট্র এ মন খুব ভারাক্রান্ত।

বছরের প্রথম দিন অনানুষ্ঠানিকভাবে অনেক ধরণের প্লান-প্রোগ্রাম করা হয়েছিলো একটি নতুন বর্ষকে ঘিরে। পুরো বছরের প্রতিটি দিনকে নিজের কর্ম ও সফলতার মাধ্যমে সূর্য্যের আলোর মতো উদ্ভাসিত করে তুলবো। প্রতিটি দিনকে কর্মময় ও অন্যান্য কাজের মাধ্যমে ব্যস্ত করে রাখবো। আরো না বলা (পড়ুন ! বলতে না পারা) কতো স্বপ্ন মনের মাঝে উঁকি মেরেছিলো......... কিন্তু মনে হচ্ছে টার্গেটের শতভাগের একভাগ তো দূরে থাক, এক সিকি ভাগও পূরণ করতে পারিনি।

ব্যক্তিগত গ্রন্থাগারের সিংহভাগ বই এখনো অ-পঠিত। এক বইমেলার ক্রয়কৃত বই পড়ে শেষ না করতেই আরেক বইমেলা নাকের ডগায় শ্বাস ফেলার ফুরসত খুঁজছে।

লেখালেখিতে সেই পুরনো কচি হাতই রয়ে গেলো। পাকাপোক্ত হতে এখনো যে ঢের সময় বাকি।

ধর্মীয় ও সামাজিকভাবে ছোট ছোট কিছু কাজ শুরু করার ইচ্ছে ছিলো। যা এখনো ইচ্ছেতেই আবাস গেড়ে বসে আছে। বাস্তবের আলো আদৌ দেখবে কি না কে জানে ???

আর একাডেমীক ষ্টাডির কথা আপাতত না বললেই চলবে। আহারে স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয় ! এমনিতেই আলস্যে ভরা আমার পুরোটা জীবন। দিনের ২৪ ঘন্টার ২২-২৩ ঘন্টাই মনে হয় ঘুম ও ফালতু কাজে ব্যয় হয়। ক্যাম্পাসে ক্লাস থাকলে বাসা টু ক্লাসরুম, ক্লাসরুম টু বাসা। আর মাঝে মাঝে সেমিনার হল-লাইব্রেরীতে উঁকি-ঝুকি মারা। এই যা পড়াশোনা ! তার মাঝে লাগাতার ৫-৬ মাস যাবত বিশ্ববিদ্যালয় বন্ধ। বাহ্ ! কি মজা !! পড়াশোনা গোল্লায় যাবেনা তো কি আসমানে উঠবে ?

নির্দিষ্ট কিছু কাজের জন্য লাগাতার দুই-আড়াই বছর যাবত দৌড়া-দৌড়িতে পুরোই ক্লান্ত। কাংখিত লক্ষ্যে পৌঁছার পথ ঘন কুঁয়াশায় আচ্ছন্ন। জানিনা গন্তব্য পথ এখনো কত দূর !

২০১২ এর বিদায় মানে ছোট্র এ জীবন থেকে আরো একটি মহা মূল্যবান বছরের খসে পড়া । কালের অতল গহবরে বিলীন হয়ে যাওয়া আলস্যে ভরা দিনগুলো আর খুঁজে পাবোনা। তা খুঁজে বেড়ানো বোকামী বৈ কিছু নয়। তবে আমার মনে হয় সেসব হারানো দিনগুলো থেকে আত্মোপলব্ধি করে সামনে এগিয়ে যাওয়াটাই হবে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।

মহান প্রভুর নিকট প্রার্থণা, বিগত বছরের তুলনায় আগত নববর্ষ যেন অনেক অনেক সুন্দর হয়। বিগত বছরের অবশিষ্ট কাজগুলো যেন আগত দিনগুলোতে সুচারুরুপে সমাধান করতে পারি। কল্যান ও সফলতায় যেন আগামী বছরটি ভরপুর হয়ে উঠে। প্রভূ হে ! তোমার দয়া, কৃপা ও অনুগ্রহ সব সফলতার পূর্বশর্ত। তোমার সেই দয়া ও অনুগ্রহের ছায়াতলে এই অধমকে একটু আশ্রয় দিও !!!

(০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪)

প্রকাশ: সোনার বাংলা ব্লগ ও সামহোয়ারইন ব্লগ

বিষয়: সাহিত্য

১০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File