ন্যাশনাল আইডি কার্ড বা মেশিন রিডেবল পাসপোর্টে তথ্য বিভ্রাট বা অন্য কোন সমস্যা ? সমাধানে যা করনীয়.... (পর্ব-০২/শেষ)

লিখেছেন লিখেছেন ইমরান সাফওয়ান ২৯ এপ্রিল, ২০১৩, ১২:৫৭:১৫ রাত



প্রথম পর্বে মেশিন রিডেবল পাসপোর্টে তথ্য বিভ্রাট বা অন্য কোন সমস্যা ও সমাধানের জন্য যা যা করনীয় সে বিষয়ে পোষ্ট দিয়েছিলাম এই শিরোনামে "ন্যাশনাল আইডি কার্ড বা মেশিন রিডেবল পাসপোর্টে তথ্য বিভ্রাট বা অন্য কোন সমস্যা ? সমাধানে যা করনীয়.... (পর্ব-০১)"

প্রথম পর্বের পোষ্টটি পড়তে এখানে ক্লিক করুন!

আজকের এই দ্বিতীয় পর্বে ন্যাশনাল/ভোটার আইডি কার্ড (জাতীয় পরিচয় পত্র) এর সমস্যা সমাধানে কি করনীয় সে বিষয়ে সামান্য কিছু ধারনা দিব।

জাতীয় পরিচয় পত্র বা ন্যাশনাল আইডি কার্ড একজন প্রাপ্ত বয়স্ক নাগরিকের জন্য অপরিহার্য একটি ডকুমেন্ট। বর্তমানে এর প্রয়োজনীয়তা সর্বক্ষেত্রে স্বীকৃত। ব্যাংকে একাউন্ট খোলা থেকে শুরু করে প্রয়োজনীয় প্রায় সব স্থানে এর প্রদর্শন করতে হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিগত ২০১২ সালের ১০ মার্চ খেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলে। প্রচার- প্রচারণার অভাবে এবং তথ্য সংগ্রহকারীরা প্রতিটি বাড়ি বাড়ি না যাওয়ায় অনেক লোকই ভোটার তালিকায় নাম যুক্ত করতে পারেন নি।

যার কারণে তারা ন্যাশনাল/ভোটার আইডি কার্ড (জাতীয় পরিচয় পত্র) সংগ্রহের তালিকা থেকে বাদ পরেন এবং অনেকেই হয়তো এই কারণে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

আবার অনেকের নাম ভোটার তালিকায় আসলেও (নতুন বা পুরাতন) তাতে তথ্য বিভ্রাট, নামের স্পিলিংয়ে ভূল বা অন্য কোন সমস্যা রয়েছে। যার কারণে তাদের অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা সামনে অনাগত কোন ভোগান্তি অপেক্ষা করছে।

আইন বা নিয়ম যা বলে.....

আমাদের দেশের সরকারী বিধান অনুযায়ী দেশের একজন যোগ্য নাগরিক প্রয়োজনীয় কাগজ পত্র দেখিয়ে যে কোন সময় ভোটার হতে পারেন।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো: শাহ নেওয়াজ বলেন দেশের একজন যোগ্য নাগরিক প্রয়োজনীয় কাগজ পত্র দেখিয়ে যে কোন সময় ভোটার হতে পারবেন এবং নাম সংশোধন ও স্থানান্তর করতে পারবেন। (দৈনিক যুগান্তর-২৪.০১.২০১৩)

সমাধানে যা করনীয়....

যাদের ভোটার তালিকায় নাম নিবন্ধন হয়নি তারা যে কোন সময়

নাম নিবন্ধন করতে পারেন নিকটতম জেলা নির্বাচন অফিসে যেয়ে। এ জন্য আপনাকে প্রয়োজনীয় কাগজ পত্র নির্বাচন অফিসে দেখাতে হবে।

আর যাদের ন্যাশনাল/ভোটার আইডি কার্ডে (জাতীয় পরিচয় পত্র) তথ্য বিভ্রাট, নামের স্পিলিংয়ে ভূল বা অন্য কোন সমস্যা রয়েছে তারাও এ সমস্যার সমাধান করে সঠিক তথ্য সংযোজন করতে পারেন খুব সহজেই। এ জন্য তথ্য সংযোজনের নির্ধারিত ফরম পূরণ করে নির্ধারিত নির্বাচন অফিসে জমা দিলেই নির্দিষ্ট সময়ের মাঝেই বিনামূল্যে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় তথ্য সংবলিত আইডি কার্ড (জাতীয় পরিচয় পত্র)।

ঢাকাবাসীদের করণীয়:

ঢাকাবাসীরা ৬৭ নং আগারগাঁয়ের জেলা নির্বাচন অফিসে অথবা ইসলামিক ফাউন্ডেশনের হেড অফিসে অবস্থিত নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন।

(০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০)

বিষয়: বিবিধ

২৭৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File