রাজনৈতিক শঙ্কা
লিখেছেন লিখেছেন সাধন ১৮ মার্চ, ২০১৩, ১১:১৮:৫৫ রাত
আমি কোন কলামিষ্ট নয়, বড় মাপের রাজনীতিবিদ নয়, নয় বিত্তশালী কেউ বা স্বরুপে পরিচিতদের পরিচিত কেউ, তবে আমি একজন বাংলাদেশের নাগরিক জন্মসুত্রে পাওয়া এর জন্যও আমার কোন কর্মের ফল আছে কি না জানিনা, একদল জ্ঞানী মানুষেরা বলেন তুমি যা পেয়েছ তা তোমার কর্মফল, আবার ধর্মমতে সৃষ্টি কর্তার উপর সবকিছু ছেড়ে দিতে হয়, তাই এদেশের নাগরিক হওয়ার জন্য আমি কি কর্ম সাধন করেছি তা আমার জানার বাইরে, এক্ষেত্রে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোন গতান্তর নেই, তবে এদেশের সাধারন মানুষের মত রাষ্ট্র শব্দটার তেমন কোন সঙ্গা আমার জানা নেই যা শিখেছি এদেশের রাজনীতি বিদদের বরাত দিয়ে, তারা এমন মন্ত্র বলে আমার মত মানুষের জাদু করেছে যে আমরা আর কোনটা ভাল কোনটা খারাব তা বোঝার বোধ হারিয়ে ফেলেছি, আজ আমাদের মনিব রাজমাতারা যা বলবেন তাই আমাদের কাছে দৈব বানীর মত বোধ হয়। তারা যদি বলেন আজ সুর্য পশ্চিম দিক দিয়ে উদয় হবে আমি বা আমার মত যতসামান্য নাগরিকেরা তাই মেনে নিউ হয়ত তাই হবে যেহেতু আমাদের রাজমাতারা বলেছেন, কারন আমাদের ভাল বা মন্দ ভাবার জন্য উনাদের জন্ম হয়েছে, আমার শুধু উনারা যা বলবেন তা্ই শুনব এবং ধণ্যি ধণ্যি বলব। এর বাইরে যাবার উপায় বা সাহস কোনটাই আমাদের মত মানুষ পাই না। যারা উনাদের মত করে চলেন নাই তারা আজ কেউ মুক্তিযুদ্ধ করেও রাজাকার আবার কেউ রাজাকার হয়েও মুক্তিযোদ্ধ, আবার কেউ বিচার চাইতে গিয়ে হয়ে গেছে নাস্তিক যেখানে বাংলাদেশে ৯৮% মুসলমান, এই হিসাব টা কিন্ত সাধারন অসাধারনভাবে আবার এদেশে মুসলমান আদতে আছে কি না সেটা হিসাব করতে হবে, যেমন একদল আলেম বলছে মওদুদী মতবাদের লোকেরা মুসলমান নয় আর মওদুদী মতবাদের লোকেরা বলছে মওদুদী মতবাদ বাদে কোন মুসলমান নেই আর যারা আওয়ামীলীগ করে তারা তো মুসলমানই না তারা অন্য কিছু যা হোক তাদের কোন জাত পরিচয় এখনও পাওয়া যায় নি, তাহলে ভাই ভাবুন আমাদের দেশে মুসলমান কি থাকল না সবাই মুসলমান, আমি আর আমার এই অল্প জ্ঞান নিয়ে হিসাব মেলাতে পারলাম না আপনাপর যারা জ্ঞানী আছেন তারা একটু হিসাব করে বলে দিলে আমাদের মত মানুষ যারা অন্যের কথায় হ্যা আর না শব্দটা বলতে শিখেছি তার আরও নতুন কিছু শব্দ হইত আপনাদের বদৈালতে শিখেতে পারতাম, এতসব দেখে আমি নিজেকে কি হিসাবে পরিচয় দিব মুক্তিযোদ্ধা না নাস্তিক না মুসলমান না অন্যকিছু তা ভেবে পাচ্ছি না। আপনারা যদি কেউ আমার এই অপলাপ ভুল করে পড়ে থাকেন তবে আমাকে একটু জানাবেন ভাই এদেশে জন্ম নিয়ে আমি গর্ববোধ করব না নিজেকে পঙ্কিল মনে করব।
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন