কি চাই???!!!।

লিখেছেন লিখেছেন সাধন ২৫ এপ্রিল, ২০১৩, ০৪:৪৯:২২ বিকাল

সবই তো সুখি হতে চাই তবু কেউ সুখী হয় কেউ হয় না। আজকে আমরা সবাই শোকর্থ কারন আমার দেশের অনেক শ্রমিক মারা গেছে, মালিকদের খামখেয়ালিপনার কারনে।কিছুদিন আগেও আমরা শোকর্থ ছিলাম তাজরীন ফ্যাশ্যান এ আগুনে আমাদের দেশের শ্রমিকেরা পুড়ে কয়লা হয়ে গিয়েছিল বলে। বছরে কয়েকবার আমরা শোকার্থ থাকি এটা আমাদের সয়ে গেছে। কিন্ত যে কাজটি করলে বার বার এই শোকার্থ হওয়া থেকে মুক্তি পাওয়া যায় সেই কাজটি কিন্ত আমরা করব না। কারন সেগুলো করলে আমাদের রাজনীতিবিদদের চলাচলে সমস্যা হবে। তাছাড়া আর কিছু না। তাই বার বার শোকার্থ হতে আমাদের বাধ্য করা হয় আমরাও হয়। দেশের সত্তর ভাগ মানুষ শ্রমিক এরা মরবে না তো কারা মরবে। বাকী ২০ ভাগ মালিকের অসম্মানীয় গোলাম আর পাচ ভাগ সম্মানীয় গোলাম, সুতরাং সত্তর ভাগ লোকই তো মরবে। দেখুন যুদ্ধের সময় কয়জন নেতা নেত্রী মালিক মরেছে? ত্রিশ লাখের ২৯লাখ ৯৯হাজার সাধারন মানুষ মরেছে, নৌকা লঞ্চ ডুবলে কারা মরে সাধারন মানুষ, আন্দোলনে কারা মরে সাধারন মানুষ, আবার প্রাকৃতিক দূর্যোগ হলে কারা মরে সেখানেও সাধারন মানুষ, সৃষ্টিকর্তার ও যেন এদের উপর একটু রাগ আছে, এরা অশিক্ষিত মূর্খ তো তাই তার উপাসনা শুদ্ধ করে করতে পারে না তাই এদের উপর রাগ দেখায়ে যায়। তো কি আর করার আমি শোক করে আর কি করতে পারি, কিছুই না। যারা পারে তারা বেশী করে শোক করবে কিন্ত কিছুই করবে। কি হয়েছে কি হতে পারত কেন হলনা এটা আমি আপনি আমরা সবাই জানি, বলি বলব বলেছি কিন্ত কিছুই হবে না। এটাই সমাধান ।

বিষয়: বিবিধ

১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File