হুজুরের জন্য দোয়া করবেন তিনি বিপদে আছেন।

লিখেছেন লিখেছেন পান্থ নজরুল ১৪ এপ্রিল, ২০১৩, ১০:১৭:৩৬ সকাল

সারা জীবন বিপদে পড়ে হুজুরের কাছে দোয়া চাইতে গিয়েছি। কিন্তু আজ ভোরে হুজুর ফোন করে বললেন ভাই, বড় বিপদে আছি দোয়া করবেন। বললাম, এমন কি গুনাহ করলেন যে, আপনার মতো নির্ভেজাল মানুষ বিপদে পড়ে গেলেন। হুজুর বললেন, গত জুমা'র নামাজের পর প্রাণ খুলে দেশ বাসীর সুখ শান্তির জন্য দোয়া করে ছিলাম। সেই সাথে খাছভাবে আল্লামা শাহ আহমদ শফী হুজুরের দীর্ঘায়ু এবং শাহবাগী শয়তানগুলোর নিপাতের জন্য দোয়া করে ছিলাম। আমার খাছ দোয়া আমার জন্য কাল হয়ে দাড়িয়েছে। মুনাজাতের পর আওয়ামী মুসুল্লিদের আচরণে মনে হলো আমি তাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য আল্লাহপাকের দরবারে তদবীর করেছি! হুমকি দুমকি থেকে শুরু করে হেন কোনো অশুভন আচরণ নেই যা তারা আমার সাথে করেনি। এখন তারা আমার চাকুরী খাওয়ার চেষ্টা করছে। শান্তনা দিয়ে বললাম, হুজুর ভয় নেই আল্লার ওপর ভরসা রাখুন।

প্রিয় ব্লগার ভাই-বোন-পাঠকেরা হুজুরের জন্য দোয়া করবেন, যেন তিনি সহীহ সালামতে থাকতে পারেন।

বিষয়: বিবিধ

১৭০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File