জ্যামিতিক কম্পাসে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ মাইন উদ্দিন ০২ এপ্রিল, ২০১৩, ১২:৫১:২৭ রাত

নিজেকে বড়ই ধীরগতির মনে হয় আমার,

আমাকে অতিক্রম করে যায় উল্কা বেগের সময়।

পাল্লা দিতে অক্ষম, দ্বিধাগ্রস্থ আমি

দিগবিদিক ছুটি আর হা-হুতাশ করি

- “পিছিয়ে গেলাম বুঝি হাজার বছরের পথ!”

আমার অন্তহীন এই ছুটে চলা

একই বৃত্তের ভিতরে,

যেখানে তোমারও জীবন প্রবাহ

সুরমা তীরের ছোট্ট কুটিরে।

যে বায়ুতে তোমার প্রশ্বাস

সে বায়ুতে আমারও নিশ্বাস।

পৃথিবীর চৌহদ্দিতে

সময়ের পিছু পিছু ঘুরতে থাকা আমি

আর যেখানে আছ তুমি ঠায়

একই আকাশের নিচে, পূর্ণিমার রাতে

তাকিয়ে একই চাঁদের পানে

তোমাকে-আমাকে অনুভব করি

জন ডান’র জ্যামিতিক কম্পাসে।

বিষয়: বিবিধ

৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File