ভারতে গরুর মাংশ নিষিদ্ধ
লিখেছেন লিখেছেন সঠিক ইসলাম ০৮ মার্চ, ২০১৫, ০৫:২২:০২ সকাল
অসাম্প্রদায়িক ভারতে সাম্প্রদায়িক খাদ্য তালিকা, গরুর মাংশে না
কয়েকদিন আগে ভারতের মহারাষ্ট্রে গরুর মাংশ নিষিদ্ধ হলো, গরু জবাই করলে ৫ বছরের জেল ও উচ্চ জরিমানা দিতে হবে বলে আইন হয়েছে। তবে শুধু মহারাষ্ট্রেই নয় এর আগেও অনেক রাজ্যে গরু জবাই আইনত নিষিদ্ধ ছিলো, যেমন:
১) অন্ধ্রপ্রদেশ : ৬ মাসের জেল + ১ হাজার রুপি জরিমানা
২) আসাম : ৬ মাসের জেল + ১ হাজার রুপি জরিমানা
৩) বিহার : ৬ মাসের জেল + ১ হাজার রুপি জরিমানা
৪) দমন ও দিউ : ২ বছরের জেল + ১ হাজার রুপি জরিমানা
৫) দিল্লী : ৫ বছরের জেল + ১০ হাজার রুপি জরিমানা
৬) গোয়া : ২ বছরের জেল + ১ হাজার রুপি জরিমানা
৭) গুজরাট : ৭ বছরের জেল + ৫০ হাজার রুপি জরিমানা
৮) হরিয়ানা : গরু+মহিষ কোনটাই করা যাবে না, করলে ৫ বছর জেল + ৫ হাজার রুপি জরিমানা
৯) হিমাচল : গরু+মহিষ কোনটাই করা যাবে না, করলে ২ বছর জেল + ১ হাজার রুপি জরিমানা
১০) জম্মু কাশ্মীর : গরু+মহিষ কোনটাই করা যাবে না, করলে ১০ বছর জেল + এবং জবাইকৃত পশুর মূল্যের ৫ গুন জরিমানা
১১) কর্নাটক : ৬ মাসের জেল + ১ হাজার রুপি জরিমানা
১২) মধ্য প্রদেশ : ৩ বছরের জেল +৫ হাজার রুপি জরিমানা
১৩) উড়িষ্যা : ২ বছর জেল + ১ হাজার রুপি জরিমানা
১৪) পুদুচেরি : ২ বছরের জেল +১ হাজার রুপি জরিমানা
১৫) পাঞ্জাব : গরু+মহিষ কোনটাই করা যাবে না, করলে ২ বছরের জেল +১ হাজার রুপি জরিমানা
১৬) রাজস্থান : গরু+মহিষ কোনটাই করা যাবে না, করলে ২ বছরের জেল + ১০ হাজার রুপি জরিমানা
১৭) তামিলনাড়ু : ৩ বছরের জেল + ১ হাজার রুপি জরিমানা
১৮) তেলেঙ্গানা : ৬ মাসের জেল + ১ হাজার রুপি জরিমানা
১৯) উত্তরপ্রদেশ : ২ বছর জেল + ১ হাজার রুপি জরিমানা
২০) পশ্চিমবঙ্গ : বৃদ্ধ ও প্রজননে অক্ষম গরু করা যাবে। তবে এর বাইরে করলে ৬ মাসের জেল + ১ হাজার রুপি জরিমানা
(LINK----http://goo.gl/XzTnRZ)
ভারতের দেখাদেখি বাংলাদেশের মানুষও যদি সাম্প্রদায়িক আইন চাওয়া শুরু তখন কি হবে ভেবে দেখেছেন কি ? দেখুন তখন আইনগুলো কেমন হবে :
ক) পাঠা বলি ইসলাম ধর্মে নাই, তাই পাঠা বলি নিষিদ্ধ।
খ) জনসম্মুখে পূজা করলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়, তাই জনসম্মুখে পূজা নিষিদ্ধ ।
গ) কোন হিন্দু নারী উলু ধ্বনী দিতে পারবে না, কেননা পাশের মুসলমানের ধর্মীয় অনুভূতিতে ব্যাঘাত হয়।
ঘ) মুসলিম দেশে থাকতে হলে গরুর প্রস্রাব খাওয়া বন্ধ।
ঙ) হিন্দু মেথররা শুকর পালতে পারবে না।
আমি মনে করি, গরুর মাংশ খাওয়া মুসলমানদের মানবাধিকার। যখন কোন এক জাতি অন্য জাতির মানবাধিকার নষ্ট করে, প্রথম প্রথম জাতিরও মানবাধিকার নষ্ট হওয়ার সম্ভবনা দেখা দেয়। সৃষ্টিকর্তা সর্বদা ভারসাম্য রক্ষা করে চলবেন এটাই নিয়ম।
বিষয়: বিবিধ
১৪০৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর চামড়া টা যেন আমাদের দেশেই প্রসেস করা হয়...
------
বিজেপী গরু জবাই নিষিদ্ধ করল, যদিও যখন বিল পাশের পত্র প্রনব পড়ছিলেন তার পায়ে গরুর চামড়ার জুতাই ছিল বোধ করি! মনে মনে আশা করছিলাম কলা গাছ কাঁটা বা কলা খাওয়া ও বন্ধ করবেন কারন গনেশের স্ত্রী কলাগাছ! হলনা কিন্তু হঠাৎ পবিত্র (!) শুকরের মাংস খেয়ে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা ২৩ হাজারেরও
বেশি, মৃত্যু ১২৮৯ জন!! কি বিচারটাই না হলো!!!!
তা, এবার সাবধান হতে হবে আমাদের , শুকুরখাদক সোয়াইন ফ্লু আক্রান্ত এদের যেন আমাদের দেশে ঢুকতে না দেয়া হয়।
http://www.newsevent24.com/2015/…/07/others/neighbour/176969
মন্তব্য করতে লগইন করুন