ঈমানের পরীক্ষায় জামায়াত শিবিরের অবস্থান কতটুকু একটু মেপে নিনঃ

লিখেছেন লিখেছেন সঠিক ইসলাম ২৩ ডিসেম্বর, ২০১৩, ০৯:৪১:০১ সকাল

১. জামায়াত শিবিরের বিরুদ্ধে মোট মামলা হয়েছে প্রায় ২৬,০০০টি, মোট আসামী প্রায় ৫,০০,০০০ জন।

২. মোট আহত প্রায় ১৫,০০০ জন, শুধু শিবিরের গ্রেফতার হয়েছে ১২,০০০ নেতাকর্মী।

৩. জামায়াত শিবির মিলে মোট শহীদ প্রায় তিনশতাধিক এর উপরে। শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাসে ছাত্রলীগের হাতে নিহত হয়েছে ১১ জন।

৪. গুম হয়েছে ৪০ জন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহ সহ এখনো খোজ পায়নি ৮নেতা কর্মীর।

৫. মোট চোখ নষ্ট হয়েছে ২৮ নেতাকর্মীর।

৬. গত চার বছরে হাত-পা নষ্ট হয়ে পঙ্গুত্ব বরণ করছে ৪৫ জন নেতা কর্মী। সেদিন পল্টনে গুলি খেয়েছে যে ভাইটি সেই ভাইটির অবস্থা খুব করুন। শরীরের নিচের দিকের কোন অংশ অবশিষ্ট নেই। যদি বেঁচেও যায় তবে হয়ে যাবে জীবন্ত শহীদ।

৭. সরকার শিবিরের কেন্দ্রীয় অফিস বন্ধ করে দিয়েছে ১৯ সেপ্টেম্বর ২০১১ থেকে। এই মূহুর্তে দেশের কোথাও কোন অফিস খোলা নেই।

৮. বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রাবাস থেকে বের করে দিয়েছে এক লাখেরওবেশি ছাত্রশিবির কর্মী নেতা কর্মীদের। ৯. পরীক্ষার হল থেকে পুলিশ গ্রেফতার করেছে প্রায় তিনশতাধিক। পরিক্ষায় অংশগ্রহন করতে পারছেনা প্রায় কয়েকলাখ ছাত্র।

১০. শিবির সন্দেহে বিশ্ববিদ্যালয় হলের মধ্যে রাতভর নির্যাতন করেছে কয়েক হাজার নেতাকর্মীকে।

১১. কম্পিউটার ও লেপটপ হারানো গিয়েছে প্রায় ১০০০ টি।

১২. একাডেমিক সার্টিফিকেট পুরিয়ে দেয়া হয়েছে প্রায় ১০০০ জনের।

১৩. কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় প্রচার সম্পাদকসহ একডজন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার এবং ডিবি ও থানায়

নিয়ে অমানবিক নির্যাতন করেছে আইনশৃঙ্খলা বাহিনি।

১৪. থানায় নিয়ে পুলিশ গুলি করে পঙ্গু করেছে ২০ জন।

১৫. সর্বশেষ ফাঁসির কাষ্ঠে শহীদ হয়েছেন একজন-----------------

বিষয়: বিবিধ

১৮০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File