নারী কন্ঠ ও ফিতনা
লিখেছেন লিখেছেন সঠিক ইসলাম ২০ ডিসেম্বর, ২০১৩, ১১:১৫:২০ রাত
Kingdom of Fantasy তৈরী করতে খুব বড় ভূমিকা পালন করে হারাম গান-বাজনা । হিন্দি গান শোনার নেশা সহজে ছাড়া যায় কিন্তু ইংরেজী গানের নেশা সহজে ছুটে না । কারণ হল হিন্দি গান একদম লো কোয়ালিটির হয় লিরিক্স ও সুরের দিক দিয়ে কিন্তু ইংরেজী গানের ক্ষেত্রে এই কথাটা খাটে না । তাইতো এখনো ক্লাসিক ইংরেজী গানগুলো পপুলার ।
যাই হোক ,বিপরীত লিঙ্গের সিঙ্গার আমাদের কিভাবে ফিতনায় ফেলে সেটা আমি এখানে আলোচনা করব ।
আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন ছেলেরা ফিমেইল সিঙ্গারদের গান বেশি শুনে আর ফিমেইল সিঙ্গাররাও বিলবোর্ড টপ চার্টে ভাল পজিশনও ধরে রাখতে পারে।
ফিমেইল সিঙ্গারদের গান দ্বারা পুরুষদের বেশি প্রভাবিত হওয়ার পেছনে বায়োলজিক্যাল কিছু কারণ আছে । মূল কারণ হল নারীদের কন্ঠস্বর । কারণ নারীদের কন্ঠ হয় খুব মিষ্টি এবং মায়াবী আর সে তার কন্ঠ দিয়ে দারুণভাবে পুরুষদের আকর্ষণ ও প্রভাবিত করতে পারে।
নারীদের কন্ঠস্বরের আকর্ষণীয়তা তার Menstrual Cycle এর দ্বারা প্রভাবিত হয়। Menstrual Cycle একজন নারীর কন্ঠের আকর্ষণীয়তাকে নিয়ন্ত্রণ করে। নারীদের Monthly cycle এ তাদের হরমোন উঠা-নামা করে । আর আমাদের স্বরযন্ত্র হল হরমোন-এফেক্টেড অঙ্গ । তাই মূলত এইসময় তাদের ভয়েস, cycle এর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন হয় । তবে নারীদের কন্ঠ সবচেয়ে বেশি আকর্ষণীয় হয় Menstrual Cycle এর Ovulation Phase এ ।[1]
Popular Science ম্যাগাজিনের Jen Abbasi এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন---
" A subconscious ( and often conscious ) aversion to menstruation makes sense in evolutionary terms , since males wanting to pass on their genes are better off seeking out females closer to ovulation . "
আর ovulation Phase এ Female Singing Voice হয় সবচেয়ে ভাল হয় এবং এই সময়েই একজন নারী সবচেয়ে ভাল গানের পারফর্মেন্স দিতে পারে।
Shirley Guerreiro তার 'The Female singing Voice ' বইয়ে লিখেছেন ---
" The female singing voice might be at its peak performance level during ovulation time . " [2]
ovulation এর টাইমে নারীদের ভয়েস পুরুষদের কাছে বড় ফিতনার রূপ নেয় ।নারীদের কোমল কন্ঠ পুরুষের অন্তরে অবৈধ প্রেম-ভালবাসার অনুভূতি ও কামভাব সৃষ্টি করতে যথেষ্ট ।
ইসলাম নারীদেরকে কোমল কন্ঠে কথা বলা থেকে বিরত থাকতে বলেছে।
আল্লাহ্ তাআলা নারীদের পরপুরুষের সাথে কোমল কন্ঠে কথা বলা থেকে বিরত থাকতে বলেছেন সূরা আহযাবে--
" হে নবী-পত্নীগণ ! তোমরা অন্য নারীদের মত নও , যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পরপুরুষের সাথে কোমল কন্ঠে এমনভাবে কথা বলো না , যাতে অন্তরে যার ব্যাধি আছে প্রলুব্ধ হয় । আর তোমরা সদালাপ কর। " [সূরা আহযাব , আয়াত- ৩২ ]
(এই আয়াত সমগ্র মুসলিম নারীদের জন্য প্রযোজ্য । আরো জানার জন্য আয়াতের তাফসীর দেখুন। )
তো যা বলছিলাম , নারীদের মায়াবী কন্ঠের মায়াবী গানের মায়াজালে মুসলিম তরুণরা আজ আটকে আছে । এই মায়াজালকে ছিঁড়ে ফেলতে হবে তাদের ,সাথে সাথে পুরুষ কন্ঠের গাওয়া হারাম গান শোনাও ছাড়তে হবে । নাহলে , Kingdom of Fantasy তেই বন্দী হয়ে থাকতে হবে তাদের , Kingdom of Islam এ সহজে আসা যাবে না......
[পুরুষদের কন্ঠ দ্বারাও নারীরা আকর্ষিত হয় ,মূলত যাদের কন্ঠ Deep , তাদের কন্ঠ দ্বারাই নারীরা বেশি আকর্ষিত হয় ।অনেকে ফিতনাতেও পড়তে পারেন । কিন্তু নারী কন্ঠের তুলনায় পুরুষের কন্ঠের প্রভাব কম । ]
তথ্যসূত্র ঃ -
[1]www . huffpost .com/us/entry/1237386
[2]www .guerreiro2010.pressbooks.com/chapter/summaries-conclusions-and-recommendations/
বিষয়: বিবিধ
২১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন