সজীব ওয়াজেদ জয়ঃ পর্দার আড়ালের অজানা অন্ধকার জীবন
লিখেছেন লিখেছেন সঠিক ইসলাম ০২ ডিসেম্বর, ২০১৩, ১২:৪৬:১০ দুপুর
এই ভিডিওটি প্রচারের পর থেকে বাংলাদেশে http://www.shomoyershakkhi.com/ ওয়েবসাইটটি অ্যাকসেস করা যাচ্ছে না। আমরা ধারণা করছি সরকার ওয়েবসাইটটি ব্লক করেছে। এখন ফেসবুকে এটি প্রচারের পর সরকারের একমাত্র অপশান হচ্ছে ফেসবুক বন্ধ করে দেয়া। তার আগেই দেখে নিন এই বিরল উম্মোচন এবং এটি ছড়িয়ে দিন।)
সময়ের সাক্ষী - ShomoyerShakkhi.com এবার উপস্থাপন করল প্রধানমন্ত্রীর প্রচারমুখী আইটি উপদেষ্টা ও তথাকথিত 'বিজ্ঞানী' সজীব ওয়াজেদ জয়ের পর্দার অন্তরালের অন্ধকার জীবন, যার মূল উপাদান অপরাধ, অপসংস্কৃতি, উচ্ছৃংখলতা ও উম্মত্ততা। উম্মোচিত হল অস্ত্রবহন, মদ্যপান সহ একের পর এক মামলায় যুক্তরাষ্ট্রের আদালতে আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বিনাশের গল্প।
এটি সজীব ওয়াজেদ জয়ের উপর সময়ের সাক্ষীর অনুসন্ধানী ও তথ্যপ্রমাণ ভিত্তিক সিরিজ প্রকাশনার প্রথম পর্ব।
ইউটিউবে দেখুনঃ http://www.youtube.com/watch?v=WX-ugZ2VSpo
বিষয়: বিবিধ
১৬৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন