পুলিশ বা লীগের হাতে জামাত শিবিরের কেউ মরলে সে আবার শহীদ হয় কেমনে??

লিখেছেন লিখেছেন সঠিক ইসলাম ২৮ নভেম্বর, ২০১৩, ০৯:৩৯:৫০ সকাল

সমস্যা কোথায়রে ভাই??

তারাতো তাগো নেতাগো লাইগা মরছে, ইসলামের লাইগাতো মরেনাই।

তাই নাকি, তয় ঐ নেতারা কি তাগো বাপ না খালু??

কোনটাই না।

নেতারা কি তাগোরে কোন টাকা-পয়সা দেয়? নাকি তারা উল্টো নিজের পকেটের টাকা খরচ করে?

নিজেরটাই খরচ করে।

আচ্ছা:

বিগত তত্বাবধায়ক সরকারের আমলে দেশের অতিতের সকল মন্ত্রী-মিনিষ্টারদের শত শত কোটি টাকার দুর্নীতির তত্ব খুজে পাওয়া গেল,

কিন্তু অনুবীক্ষণ দুরবীক্ষণ মাইক্রোসকপ যন্ত্র দিয়ে খুজেও, জামায়াতে ইসলামীর দুইজন মন্ত্রী নিজামী মুজাহিদের একটি পয়সার দূর্নীতিও কি খুজে পেয়েছিল?

না, পায়নাই!

তাইলে তারা যে দুনিয়া লোভী না, দুনিয়ার কোন স্বার্থে জীবন দেয়না, এটাতো নিশ্চিত??

হ্যাঁ, তা ঠিক।

আচ্ছা এবার বলতো নেতাগো লগে কি হাসিনার কোন আইল (জমির সীমানা) ঠেলাঠেলি আছে??

না।

কোন ব্যাক্তিগত শত্রুতা আছে??

না।

যেহেতু ব্যাক্তিগত কোন শত্রুতা নেই, সেহেতু এই নিরপরাধ নেতাদেরকে মহা মিথ্যা অযুহাতে জুডিশিয়াল কিলিং এর উদ্দেশ্য কি?

ইসলামী আন্দোলনকে স্তব্দ করাই কি এর একমাত্র উদ্দেশ্য নয়??

মিথ্যার বিরোদ্দে ইসলাম বিরোধী অসৎ কাজে বাধা দিতে গিয়ে প্রাণ দিলে সে কি হয়? (---) !

জামাত শিবিরের লোকজন ইসলামের তরে ইসলামী আন্দোলনের এই নির:অপরাধ নেতাদেরকে মুক্ত করার জন্য আন্দোলন করতে গিয়েই ইসলাম বিরোধীদের হাতে জীবন দিচ্ছে, এটা ইসলামী আন্দোলনেরই একটা বিরাট অংশ।

এখন আপনি এটাকে শহীদ বলেন আর না বলেন সেটা আপনার ব্যাপার। এতে আমাদের কিছু যায় আসেনা।

শহীদ হিসেবে কবুল করা না করা সম্পুর্ন আল্লাহর এখতিয়ার।

তবে এটা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য বক্তব্য দেয়া মুর্খতারই পরিচয়।

[অবশ্য, অবশ্যই এসব তুচ্ছ-তাচ্ছিল্যের জবাব একদিন দিতেই হবে আখেরাতে আল্লাহর আদালতে]

বিষয়: বিবিধ

১৩৬৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282260
০৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৬
কাহাফ লিখেছেন :

যুক্তিভিত্তিক আলোচনায় সহমত পোষণ করছি!!!
Thumbs Up Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File