মুসলিম পরিবারের নাস্তিক ও হিন্দু নাস্তিক এর মধ্যে পার্থক্য
লিখেছেন লিখেছেন সঠিক ইসলাম ২৬ নভেম্বর, ২০১৩, ০৯:২৩:১৭ সকাল
প্রথমত- একজন মুসলিম নামধারী যখন নাস্তিক হয় তখন সে ইসলামকে মূলোৎপাটনের জন্য উঠেপড়ে লাগে। সারাক্ষণ ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে লেগে থাকে। পাশাপাশি অন্যান্য ধর্মের প্রতি ধীরে ধীরে সহানুভূতিশীল হতে থাকে। এই দুনিয়ার কোথাও কোনো একজন মুসলিম নামধারী নাস্তিককে দেখা যায় না, যে সারাক্ষণ অন্য কোনো ধর্মের বিরুদ্ধে লেগে আছে।
অন্যদিকে একজন জন্মসূত্রে হিন্দু যখন নিজেকে নাস্তিক দাবি করে তখন সে নাস্তিকতা আর বিজ্ঞানকে ঢাল বানিয়ে নিজ ধর্মের প্রসঙ্গ যতটা সম্ভব চেপে যেয়ে ইসলামকে মূলোৎপাটনের জন্য উঠেপড়ে লাগে, সারাক্ষণ ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে লেগে থাকে, কৌশলে নিজ ধর্মকে ডিফেন্ড করার চেষ্টা করে, এবং সর্বোপরি মুসলিমদেরকে নাস্তিকতায় ধর্মান্তরিত করার আপ্রাণ চেষ্টা করে। আর হিন্দু ধর্মে যেহেতু নাস্তিকতাও আছে সেহেতু মুসলিমদেরকে নাস্তিকতায় ধর্মান্তরিত করা মানে পরোক্ষভাবে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা।
দ্বিতীয়ত- একজন মুসলিম নামধারী যখন নাস্তিক হয় তখন সে ধীরে ধীরে ফেইথফ্রীডমের 'আলী সিনা' হতে থাকে। ফেইথফ্রীডমের 'আলী সিনা'র উদ্দেশ্য হচ্ছে সব ধর্মকে বাঁচিয়ে রেখে ইসলামকে এই পৃথিবীর বুক থেকে মূলোৎপাটন করা।
অন্যদিকে একজন হিন্দু যখন নাস্তিক হয় তখন সে ধীরে ধীরে সাভারকার হতে থাকে। সাভারকার একজন হিন্দু নাস্তিক ও হিন্দুত্ববাদের জনক। তার একটি মিশন ছিল অন্যান্য ধর্মে ধর্মান্তরিত হিন্দুদেরকে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে আসা।
বিষয়: বিবিধ
১৭৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন