আহলে সুন্নত ওয়াল জামাআত হানাফী দেওবন্দী
লিখেছেন লিখেছেন সঠিক ইসলাম ২২ নভেম্বর, ২০১৩, ১২:০১:১৩ রাত
আহলে সুন্নত ওয়াল জামাআত হানাফী দেওবন্দীদের ছাড়া এ উপমহাদেশে যত ফিরক্বা তারা যে বাতিল, প্রমাণ করা খুবই সহজ বিষয়।
সাধারণত আমাদের বাংলাদেশে ধর্মীয় বিষয়ে তিনটি মতবাদের ব্যক্তিদের বসবাস। যথা-
১-আহলে সুন্নত ওয়াল জামাআত হানাফী দেওবন্দী।
২- আহলে বিদআত
৩-আহলে হাদীস বা গায়রে মুকাল্লিদ।
এ তিন প্রকারের মাঝে যদি খুব সহজে হক দল খুজে বের করতে চান, তাহলে একটি সহজ মূলনীতি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নাজাতপ্রাপ্ত জাতিকে মধ্যপন্থী বলে ঘোষণা দিয়েছেন। একথা আমরা সবাই জানি।
আমরা সবাই মধ্যপন্থী জামাতকে খুঁজে নিতে পারি সহজ পদ্ধতিতে। যদি আহলে সুন্নত ওয়াল জামআত দেওবন্দী এবং আহলে বিদআত ও আহলে হাদীসদের মাঝ থেকে তিনজন বড় আলেমকে একত্র করা হয়। আর যদি এ সিদ্ধান্ত নেয়া হয় যে, যতগুলো মতভেদপূর্ণ মাসআলা আছে এ তিন দলের মাঝে। সব ক’টিকে একেকটি করে উপস্থাপিত করা হবে। যে মাসআলায় দুইজন ঐক্যমত্ব পোষণ করবে সেই মতবাদটিই হক বলে বিবেচিত হবে। আর যে মতের পক্ষে দাবিদার একজন হয়ে যাবে, সেটিকে বাতিল বলে সাব্যস্ত করা হবে। এভাবে সকল মতভেদপূর্ণ মাসআলার একটি সমাধান যদি দাঁড় করাতে কেউ চায়, তাহলে আমরা হলফ করে বলতে পারি আহলে সুন্নত ওয়াল জামআত হানাফী দেওবন্দীদের কোন মাসলাকই বাতিল বলে সাব্যস্ত হবে না।
চলুন নিজেরাই পরীক্ষা করে দেখি-
মাজারপূজা হারাম
পক্ষে আহলে সুন্নত দেওবন্দী, সাথে থাকবে আহলে হাদীস। একা বিরুদ্ধাচরণ করবে আহলে বিদআত।
সুতরাং ওরা বাতিল।
তারাবীহ বিশ রাকাত
পক্ষে আহলে সুন্নত দেওবন্দী, সাথে থাকবে আহলে বিদআত। একা বিরুদ্ধাচরণ করবে আহলে হাদীস।
সুতরাং আহলে হাদীস বাতিল।
পীরের পায়ে সেজদা করা হারাম
পক্ষে আহলে সুন্নত দেওবন্দী, সাথে থাকবে আহলে হাদীস। একা বিরুদ্ধাচরণ করবে আহলে বিদআত।
সুতরাং ওরা বাতিল।
এক মজলিসে তিন তালাক দিলে তিন তালাকই হয়
পক্ষে আহলে সুন্নত দেওবন্দী, সাথে থাকবে আহলে বিদআত। একা বিরুদ্ধাচরণ করবে আহলে হাদীস।
সুতরাং আহলে হাদীস বাতিল।
নবীকে হাজির নাজির বিশ্বাস করা কুফরী
পক্ষে আহলে সুন্নত দেওবন্দী, সাথে থাকবে আহলে হাদীস। একা বিরুদ্ধাচরণ করবে আহলে বিদআত।
সুতরাং ওরা বাতিল।
চার মাযহাবের মাযহাবের এক মাযহাব মানা জরুরী
পক্ষে আহলে সুন্নত দেওবন্দী, সাথে থাকবে আহলে বিদআত। একা বিরুদ্ধাচরণ করবে আহলে হাদীস।
সুতরাং আহলে হাদীস বাতিল।
রাসূল সাঃ নূরের তৈরী নয় মাটির তৈরী
পক্ষে আহলে সুন্নত দেওবন্দী, সাথে থাকবে আহলে হাদীস। একা বিরুদ্ধাচরণ করবে আহলে বিদআত।
সুতরাং ওরা বাতিল।
নামাযের মাসআলায় ফিক্বহে হানাফী হক
পক্ষে আহলে সুন্নত দেওবন্দী, সাথে থাকবে আহলে বিদআত। একা বিরুদ্ধাচরণ করবে আহলে হাদীস।
সুতরাং আহলে হাদীস বাতিল।
মিলাদ কিয়াম বিদআত
পক্ষে আহলে সুন্নত দেওবন্দী, সাথে থাকবে আহলে হাদীস। একা বিরুদ্ধাচরণ করবে আহলে বিদআত।
সুতরাং ওরা বাতিল।
রাসূল সাঃ কবরে জীবিত
পক্ষে আহলে সুন্নত দেওবন্দী, সাথে থাকবে আহলে বিদআত। একা বিরুদ্ধাচরণ করবে আহলে হাদীস।
সুতরাং আহলে হাদীস বাতিল।
মিলাদুন্নবী পালন হারাম ও বিদআত
পক্ষে আহলে সুন্নত দেওবন্দী, সাথে থাকবে আহলে হাদীস। একা বিরুদ্ধাচরণ করবে আহলে বিদআত।
সুতরাং ওরা বাতিল।
এভাবে সকল মতভেদপূর্ণ মাসআলা যদি উপস্থাপন করা হয়, তাহলে আহলে সুন্নত ওয়াল জামাআত হানাফী দেওবন্দীদের সাথে আরেক দল একাত্মতা ঘোষণা করবেই। যা অন্য কোন দলের হবে না ইনশাআল্লাহ। যা স্পষ্টতই আহলে সুন্নত ওয়াল জামাআত হানাফী দেওবন্দীদের হক হওয়ার দলীল বহন করে।
বিষয়: বিবিধ
২৭৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন