আহলুস সুন্নাহ এর আকীদা এবং তার বিপরীতে হাদীস অস্বীকারকারী নামধারী সালাফীদের আকীদা

লিখেছেন লিখেছেন সঠিক ইসলাম ১৮ নভেম্বর, ২০১৩, ১০:১২:৩৭ সকাল

দেওবন্দী উলামায়ে কেরামকে দু'ধরণের ফেতনার মোকাবেলা করতে হয়। কট্রর বেদআতী ও তথাকথিত আহলে হাদীস-সালাফী। চিরন্ত সত্য হলো, কেউ হক্বের আওয়াজ তুললে তার কণ্ঠ রোধ করার জন্য বাতিল মাথা উচু করে থাকে। উপমহাদেশে উলামায়ে কেরাম দ্বীনের প্রচারের জন্য, সাধারণ মানুষের মাঝে দ্বীন টিকিয়ে রাখার জন্য যখন ফিকির শুরু করেছেন, তখন বাতিল বিভিন্ন রূপ ধারণ করে এই আন্দোলনকে থামিয়ে দেয়ার চেষ্টা করেছে। এর মাঝে সবচেযে বেশি বিরোধীতা করেছে, গোলাম আহমাদ কাদিয়ানী ও তার অনুসারীরা, চরম বেদআতী আহমাদ রেজা খা ও তথাকথিত আহলে হাদীস। আল্লামা খলীল আহমাদ সাহারানপুরী রহ. দেওবন্দের উলামায়ে কেরামের আক্বিদা ও মাসলাক বিশ্লেষণ করে আল-মুহান্নাদ আলাল-মুফান্নাদ লিখেছেন। কিতাবটি মূলত: কিছু প্রশ্নের উত্তর। কলেবরে খুবই ছোট। কিন্তু এই কিতাবের গুরুত্ব অপরিসীম। কিতাবের গুরুত্ব বোঝার জন্য এটুকু যথেষ্ট যে, এই কিতাবের উপর তৎকালীন দেওবন্দের বিখ্যাত সকল আলেমের সাক্ষর রয়েছে। এমনকি পরবর্তী উলামাযে কেরামের সাক্ষর গ্রহণ করে মুফতী সাইয়্যেদ আব্দুশ শকুর আল-মুহান্নাদের নতুন সংস্করণ বের করেছেন। কিতাবের মেীলিক বিষয়গুলো বর্তমানের সালাফীদের মতবাদের সাথে সাংঘর্ষিক। একারণে সালাফীরা খলীল আহমাদ সাহারানপুরী রহ. সহ দেওবন্দের উলামায়ে কেরামের নিন্দা-মন্দ বলে থাকে। এই কিতাবে ওসীলা করে দু'য়া করা, রাসূল স. এর কবর যিয়ারতের উদ্দেশ্যে সফর করা, হায়াতুন নবীর আক্বিদা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। কিতাবটি এখান থেকে ডাউনলোড করুনধন্যবাদ।

বিষয়: বিবিধ

১৩৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File