চোখের গুনাহ এর শাস্তি- চোখের মাঝে সাপ
লিখেছেন লিখেছেন সঠিক ইসলাম ০৫ আগস্ট, ২০১৩, ১১:৪৪:৫৩ রাত
আপনি মুসলিম পুরুষদিগকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। (সূরা নূর : ৩০)
আল্লাহ পাক চোখের খেয়ানত ও অন্তরে লুকায়িত সব কিছু জানেন। (সূরা মুমিন : ১৯)
হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ (রা.) থেকে বর্ণিত, নবী কারীম (স.) এরশাদ করেন, দৃষ্টি শয়তানের বিষাক্ত তীরসমূহের মধ্যে একটি বিষাক্ত তীর। যে ব্যাক্তি আমার ভয়ে কু-দৃষ্টি ত্যাগ করে আমি তাকে এমন একটি ঈমানী নীর দান করি, যার স্বাদ সে তার অন্তরে অনুভব করে। (তাবরানী)
হযরত হাসান (রা.) থেকে বণিত, রাসূল (স.) এরশাদ করেন, যে পুরুষ দৃষ্টিপাত করে এবং যে নারী দৃষ্টিপাত করার সুযোগ দেয় উভয়ই আল্লাহর নিকট অভিশপ্ত। (মেশকাত)
হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলে মাকবুল (স.) এরশাদ ফরমান, কিয়ামতের দিন সমস্ত চোখ ক্রন্দনরত অবস্থায় থাকবে। কিন্তু ঐ চোখ ক্রন্দনরত অবস্থায় থাকবেনা, যে চোখ দুনিয়াতে নিষিদ্ধ বস্তু দেখা থেকে বিরত রয়েছে। (আত-তারগীব ওয়াত তারহীব।)
চোখের মাঝে সাপ-একটি ভিডিও
https://www.facebook.com/photo.php?v=1402202043334003&set=vb.515074008563419&type=2&theater
বিষয়: বিবিধ
২৮৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন