সরকার বিরোধী মত ও ফলাফল

লিখেছেন লিখেছেন রাকিব মোহাম্মদ ইসলাম ১৭ আগস্ট, ২০১৪, ০১:২৯:৪১ দুপুর

জোর করে illegal way তে ক্ষমতায় বসে থাকা কোনো সৈরাচ্বারি সরকারই কোনো বিরোধী মতামত কে সহ্য করতে পারেনা, বিরোধী মতকে, গনতন্ত্রকে তারা ভয় পায় বিরোধী মতকে বিনাশ করার জন্য তারা পশুর মত আচারন করে গৃহপালিত ইনুর ভাষ্য অনুযায়ী শেখ মুজিব ও নাকি বিরোধী মতকে ভয় পেতো তার উত্তরসুরিরাও সেটা পাচ্ছে গনতন্ত্র এবং ভোটের অধীকার হরন করে তার কন্যা এখন একজন সাধারন মানুষের সমালোচনাও সহ্য করতে পারেনা কারন সাধারন মানুষের দায় তার নেই সাধারন মানুষ তাকে চায়না তাকে জোরকরেই ক্ষমতাই থাকতে হবে সে জন্য বিরোধী সব মতকেই তার বিনাশ করা চাই।একজন শিল্পী সে শুধু গানই গাইবে তার নিজিস্ব কোনো মত থাকতে পারবেনা সে কোনো বিরোধী পক্ষের সর্মথক হতে পারবেণা হলে কি হবে? আমাদের তা ন্যন্সির পরিনতি দেখে শিক্ষা নিতে হবে! বেচারি একটা অতি সামান্য facebook status দিয়েছিলো ফলাফল তার সক্ল কনর্সাট, টিভি অনুষ্ঠান বান্ধ পুলিশি হয়রানি সহ বিভিন্ন প্রকার হয়রানি অবষেশে চরম হতাশা ও আত্মহতার চেষ্টা। সুতরং যারা এখোনো ভাবছেন অবৈধ সরকারের কোনো অন্যায় কাজের সমালোচোনা করবেন বা প্রতিবাধ করবেন আগে থেকেই ফলাফলটা ভেবে নিন তারপর যা করতে মনচায় করুন।

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255188
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৮
কাহাফ লিখেছেন : ভালো লাগল। অনেক ধন্যবাদ ।
256455
২০ আগস্ট ২০১৪ রাত ০৯:৩০
রাকিব মোহাম্মদ ইসলাম লিখেছেন : thanks for comments !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File