স্বাগতিক

লিখেছেন লিখেছেন রাকিব মোহাম্মদ ইসলাম ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৭:১১:৪১ সন্ধ্যা

যখন আমি class Nine বা Ten এ পড়ি তখন টুকটাক কবিতা লেখা হত কিন্তু কবিতা গুলি কখনও কোথাও প্রকাশ করা হইনি, তবে হ্যা প্রকাশ এক জায়গায় করেছিলাম একটা দেওয়াল পত্রিকায় যেটার সম্পাদক আমি নিজেই ছিলাম। আমার লেখা সেই কবিতাগুলির ভিতর থেকে একটা কবিতা আজকে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে আমার কাছে, সেটা আজকে ফেইসবুকে আনকাট প্রকাশ করলাম।

বিদ্রহী আমি,

লিখে যাব বিদ্রহী গান,

আমি অন্যায় করি পদানত,

ন্যয়কে করি সম্মান।

মুছে দেবে অস্তিত্ব আমার-

মুছবে আমার প্রভুত্ব,

এমন শক্তি নেইতো তোমার-

মুছবে আমার কবিত্ব,

যেখান থেকে ছুটবে আমার-

আগুন ঝরা সাহিত্য।

ভয়ের দরজা খুলে দেব শত-

মুছে দেব অভিমান,

সৃষ্টির তরে খুন বয়ে যাবে-

রচিব নতুন গান।

নবীনের পরে যত বাধা আসে-

ঠেলিব আপন হাতে,

যুলুমের তরে মাথা নত নয়-

আসুক মৃত্যু তাতে।

জীবন যদীবা যায় তবু যাক-

কাঁদিবনা কভু আমি,

সৃষ্টির পথে ভীরু খাঁচা ভেঙ্গে-

হবই অগ্রগামী।

অন্ধকারে যদিবা মশাল-

নাই থাকে মোর হাতে,

ভয় নেই তবু অগ্নিগিরির মশাল জ্বালাব-

মনের আঙ্গিনাতে।

মৃত্যু যেথায় হাত ছানি দেয়-

সেই খানে মোর বাসা,

জীবন-মরন খেয়ার পরে-

নিত্য খেলি পাশা।

মৃত্যুর ভয় করি নাকো কভু-

ওরে ভীরু বুড়ো হাঁস,

রুহুটাও আজ লিখে দিতে পারি-

যদিবা দেখতে চাস।

মৃত্যুর ভয় করে যারা-তারা-

করেছে সর্বনাশ,

সৃষ্টির তোরে ভেসে যাবে তারা-

করিবেনা কভু পাশ।

মানবের তরে যদি পার তুমি-

রেখে যাও কিছু ভবে,

মরিয়াও তুমি মরিবেনা কভু

অমর হইবে তবে।

বিষয়: বিবিধ

১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File