আমি কবি হব

লিখেছেন লিখেছেন রাকিব মোহাম্মদ ইসলাম ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৫৭:০৫ বিকাল

লেখাপড়া জানা মানুষেদের ভিতর দুই ধরনের মানুষ আছে একদল লেখক শ্রেনী আর একদল পাঠক শ্রনী, লেখকরা অবশ্য নিজেরাও পড়ে, আমি দ্বিতীয় শ্রনীর একজন সর্ব নিম্ম স্তরের সদস্য সর্ব নিম্ম স্তরের কেনো সেটা বলছি কারন আমি কবিতা পড়িনা তবে school জীবনে বাধ্য হয়ে কিছু কবিতা পড়ার কারনে নজরুল আমার খুব প্রিয় কবি, প্রবন্ধ পড়তে গেলে আমার খুব ঘুম পায়, গল্প আর উপন্যাসের বাপ্যারটা একটু ভিন্ন প্রথম দু এক লাইন ভাললাগ্লে পড়া শুরু করি কিন্তু পরে কখন যে ঘুমিয়ে যাই তা নিজেও জানিনা কিন্তু মা্ঝে মাঝে জানিনা কি কারনে আমার ভিতর থেকে কবিতা বেরিয়ে আসে মাঝে মাঝে আমি কবি হতে চাই, সেই school এর সাময়িকিতে ছাপাবো বলে কাবিতা লিখেছিলাম কিন্তু ছাপা হয়নি তবে হ্যা কিছু কবিতা আমি ছাপিয়ে ছিলাম, আমাদের পাড়ায় আমি একটা দেয়াল পত্রিকা বেড়করেছিলাম সেখানে আমি আমার সব কবিতা ছাপিয়েদিয়েছিলাম, অন্যদেরও জায়গাদিয়েছিলাম সেখানে তবে আমিই ছিলাম king!!! মাঝে মাঝে ভাবি আমি যদি কবি হতাম কেমন হতো?

বিষয়: বিবিধ

১৭২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File