সামষ্টিক ঘৃণা
লিখেছেন লিখেছেন রাকিব মোহাম্মদ ইসলাম ২০ মে, ২০১৩, ১২:১৩:০৩ রাত
আমি ঘৃণা করি, আসুন ঘৃণা করি
আমি ঘৃণা করি তাদেরকে যারা পদ্মা সেতুর মহাচোরদের দেশপ্রেমিক বলে উৎসাহিত করে
আর খেলাকরে অসংখ্য মানুষের স্বপ্ন নিয়ে।
আমি ঘৃণা করি সেই সকল প্রতারকদের যারা শেয়ার বাজার থেকে লুটে নেয় হাজার কোটি টাকা
আর আত্মহত্যা করে আমার ভাই।
আমি ঘৃণা করি তাদের যারা ক্ষমতায় থাকাকালীন হাজার-হাজার কোটি টাকা দূর্নিতি করে এবং
স্বপ্ন দ্যাখে আবার ক্ষমতায় যাবার।
আসুন ঘৃণা করি সেই সকল নির্লজ্জ চোরদের যারা রেলের টাকা চুরি করার পরও
বুকফুলিয়ে কথা বলে মিডিয়ার সামনে।
আসুন ঘৃণা করি সেই রাবিশদের যারা ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুটকেও কিছু মনে করে না।
আমি ঘৃণা করি সেই সকল অপ্রকৃস্থদের যারা বিরধীদের পেটানোকে পদকের যোগ্যতা হিসাবে বিবেচনা করে।
আমি ঘৃণা করি তাদের যারা মানুষের ছবি চাঁদে দ্যাখা নিয়ে বিভ্রান্তি ছড়ায়।
আসুন ঘৃণা করি তাদের যারা রাস্তা বন্ধ করে দিনের পর দিন বিরানি খাওয়ার উল্লাসে মাতে।
আমি ঘৃণা করি তাদের যারা জনগনের রাস্তা বন্ধ করে দিনের পর দিন যত্রাপালার নিরাপত্তা দেয়।
আসুন ঘৃনা করে সেই সব হলুদ মিডিয়াকে যারা বুলেটের মুখে ঢিল ছোড়াকে তান্ডব আর
রামদা,লাঠি ও আধুনিক অস্ত্রের মহরাকে প্রতিকি লাঠি মিছিল বলে চালিয়ে দেয়।
আমি ঘৃনা করি সেই সব পাগলদের যারা ঝাঁকি দিয়ে ভবন ধসের নাটক সাজাতে চায়।
আমি ঘৃণা করি সেই গনতন্ত্রকে যে গনতন্ত্র একের পর এক স্বাধীন গনমাধ্যমের মুখ বন্ধ করতে চায়।
আমি ঘৃণা করি তাদেরকে, যাদের দানবীয় চিৎকারে দেশের বড় দুটি চিকিৎসালয়ের রুগিদের
আর একটু মৃত্যুর দিকে ঠেলে দেয়।
আসুন ঘৃণার করি সেই সব মিডিয়াগুলিকে যারা এই সব অসংঙ্গতি নিয়ে ভাবতে চাননা।
আসুন ঘৃণা করি, চরম ভাবে ঘৃণা করি।
তারপরও এরা শোধরায়না, এবং তৈরি হয় একটি করে ভোজপুর।
এরা শোধরায়না, এরা শোধরাবার নয়, কারন কোটি কোটি চাঁদাবাজির টাকায়
এরা তৈরি করে অসংখ্য রানা প্লাজা।
তাই আসুন এদের মুখে একটু একটু করে প্রসাব করি।
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন