"আমার দেশে যখন বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছিল তখন ইউরোপ ও জাতিসংঘ নিন্দায় সরব হয়েছিল। কিন্তু এখন মিসরে গণহত্যা চললেও তারা দ্বিমুখী নীতিতে অবস্থান করছে।" -এরদোগান
লিখেছেন লিখেছেন চিন্তিত পথিক ২৯ জুলাই, ২০১৩, ০৩:২৭:২৮ দুপুর
মুসলিম বিশ্বের স্পষ্টভাষী ও জনপ্রিয় নেতা তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েব এরদোগান নজিরবিহীন ভাষায় মিসরের গণহত্যার নিন্দা জানিয়েছেন।
শনিবার এক অনুষ্ঠানে এরদোগান বলেছেন, ‘মিসরে গণতন্ত্রকে গণহত্যা করা হয়েছে, জাতীয় আকাঙ্ক্ষাকে গণহত্যা করা হয়েছে এবং এখন (মিসরীয়) জাতিকেই গণহত্যা করা হয়েছে।’
শনিবার রাজধানী কায়রোর নসর সিটিতে নিরস্ত্র ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক এবং মুসলিম ব্রাদারহুডের ওপর নির্বিচার গুলিতে অন্তত ১৪০ জন নিহত এবং পাঁচ হাজারের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে ৬১ জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
তবে মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার গুলিতে ৭২ জন নিহত হয়েছে। এছাড়া আগের দিন শুক্রবার আলেকজান্দ্রিয়ায় মারা গেছে আরও ৯ জন।
গণহত্যার নিন্দা জানিয়ে তুরস্কের ইসলামপন্থী প্রধানমন্ত্রী এরদোগান আরও বলেন, ‘মিসরের এই গণহত্যার পরও যারা নীরব রয়েছে তাদের হাতে লেগেছে রক্তের দাগ, রক্ত তাদের মুখেও লেগেছে।’
ইস্তাম্বুলে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে এরদোগান বলেন, তার দেশে যখন বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছিল তখন ইউরোপ ও জাতিসংঘ নিন্দায় সরব হয়েছিল। কিন্তু এখন মিসরে গণহত্যা চললেও তারা দ্বিমুখী নীতিতে অবস্থান করছে।
টিভিতে সম্প্রচারিত ওই অনুষ্ঠানে এরদোগান বলেন, ‘এর আগে মিসরে গণহত্যা চালানো হলে তখনও তারা নীরব ছিলেন। আবারও মিসরে গণহত্যা চালানো হলে এবারও তারা নীরব।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এখন ইউরোপীয় মূল্যবোধের কী হলো? যারা গণতন্ত্রের সবক দেয় তারা এখন কোথায়? কোথায় এখন জাতিসংঘ?’
জাতিসংঘ মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে বলেছেন, ‘মহাসচিব তীব্র ভাষায় মিসরে সহিংসতা উত্থানের নিন্দা জানাচ্ছে, যাতে শুক্রবার ও শনিবার বহু লোক নিহত এবং শত শত লোক আহত হয়েছেন।’
তিনি ভিকটিমদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আশা করেন, আহতরা দ্রুত আরোগ্য লাভ করবেন। সংলাপের মাধ্যমে মতভিন্নতা নিরসনের জন্য জাতিসংঘ মহাসচিব মিসরীয়দের প্রতি আহ্বান জানান।
গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন মিসরের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আল-বারাদেই। শনিবার এক টুইটার বার্তায় বারাদেই বলেন, ‘মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ ও হত্যার আমি তীব্র নিন্দা জানাই। শান্তিপূর্ণ উপায়ে এই মুখোমুখি অবস্থান নিরসন করার জন্য আমি সব উপায়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আল্লাহ মিসরকে রক্ষা করুন এবং ভিকটিমদের ওপর রহমত করুন।’
Click this link
বিষয়: আন্তর্জাতিক
১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন