স্বার্থান্বেষী, ছলনাময়ী রাজনীতির খপ্পরে আমরা বাংলাদেশের জনগন !!!
লিখেছেন লিখেছেন চিন্তিত পথিক ১৮ জুলাই, ২০১৩, ০২:০৭:৪৩ দুপুর
পৃথিবীতে অপরাধীদের- অপবাদ দিয়ে অপোনেন্টের উপর আধীপত্য বিস্তারের প্রবনতা, অপরাজনীতি প্রথা চালু করেছে।
পৃথিবীর ইতিহাস বলে, সৎ ও সরল মনের মানুষেরা সর্বদাই শয়তানের ধোকায় পড়ে। কারন:
১) সৎ ও সরল মনের মানুষের চিন্তা ভাবনা সহজ এবং একমুখী হয়। তারা নিজেরা কাউকে ধোঁকা দেয়না এবং অন্যকে ধোঁকাবাজ বলে মনেও করেনা।
২) কিন্তু, কুটিল ও স্বার্থান্বেষী মনের মানুষের চিন্তা ভাবনা ছলনাময়ী এবং বহুমুখী হয়। নিজের স্বার্থের জন্য তারা যে কারও সাথে যে কোনো ব্যবহার করতে পারে।
আমরা বাংলাদেশের জনগন হয়তো সেইরকম কিছু স্বার্থপর রাজনীতিবিদ ও কিছু চরিত্রহীন হলুদ মিডিয়াবাজদের খপ্পরে পড়ে গিয়েছি।
বিষয়: রাজনীতি
১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন