সাহসী মানুষ!!!

লিখেছেন লিখেছেন ট্রুম্যান৭৮৬ ১৯ মার্চ, ২০১৩, ১২:৫৭:২৪ রাত

tআমি মুক্তি যুদ্ধ দেখিনি।হয়ত যারা আমার এই লেখাটি পরবেন তাদের অনেকেই আমার মতই।আমি কিছু সাহসী মানুষের নাম শুনেছি, যারা আমাদের মহান মুক্তি যুদ্ধে সাহসী ভূমিকা পালন করেছেন বলে ইতিহাস স্বাক্ষ্যদেয়।তাদের মধ্যে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান,শহীদ জিয়াউর রহমান,আতাউল গনি উসমানি সহ আরো শ খানেক নাম জানা আছে আমার।তবে এদের মধ্যে এক জন কে আমি বিশেষ ভাবে তুলে ধরছি।তিনি মুক্তি যুদ্ধে যেমন সাহসী ছিলেন বলে শুনেছিলাম আজ আমরা স্বচক্ষে দেখছি।তিনি হলেন এ যুগের শত তরুনের অনুপ্রেরণা ।আমি কোন রাজনৈতিক দৃষ্টিকোন থেকে বলছিনা।বাস্তবতার নিরিখে বলছি।আমরা যদি একটু খানি গভীরে চিন্তা করি তাহলে আমার মনে হয় আমরা সবাই এই সাহসী লোকটাকে চিনতে পারব।তার আগে একটা কথা বলে রাখি "আমার মতে যে ব্যক্তি সর্বাস্থায় সত্য ও ন্যায় কথা বলতে পারে সেই হল প্রকৃত সাহসী"।আজ আমরা লক্ষ্য করছি যে, আমার প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ভূলুন্ঠিত হচেছ একটি বিষয়কে কেন্দ্র করে।তা হলো স্বাধীনতা বিরোধী(তথা কথিত রাজাকার)এর বিচার নিয়ে।আমিও চাই তাদের বিচার হোক যারা প্রকৃ অপরাধী।কিন্তু কারা প্রকৃত অপরাধী তা আমি বলতে পারবনা কারন ঐ সময় আমি জন্ম গ্রহন করিনাই।এখন এই অপরাধিদের বের করতে হলে ঐ সময়কার সাহসী মানুষের দরকার ।আর সেই সাহসী মানুষ টি বঙ্গ বীর কাদের সিদ্দিকী।তিনিই হলেন এ যুগের প্রকৃত সাহসী মানুষ।

বিষয়: বিবিধ

১০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File