সত্যিই অবাক হলাম
লিখেছেন লিখেছেন সবুজ মিনার ১৯ মার্চ, ২০১৩, ০৩:২৬:৩৫ রাত
নাস্তিকগুলা ভালই ভয় পেয়েছে। ৩ মাস আগে যখন নাস্তিকদের আড্ডাখানা 'নাগরিক ব্লগ' এবং 'মুক্তমণা ব্লগ' এ গিয়েছিলাম, তখন ইসলাম সম্পর্কে এত এত জঘন্য পোষ্ট ছিল যে, তা পড়া কোন মুসমানের পক্ষে সম্ভব ছিল না। গত ফেব্রুয়ারীর শেষ দিকে অনেক দিন পর ঐ ব্লগগুলোতে গেলাম। কি যে পরিবর্তন। ওদের মুখোশ সবার সামনে খুলে গিয়েছে। বিক্ষোভ হয়েছে। শুক্রবার(২২/০২/১৩) ধর্মপ্রান মানুষের গর্জন শুনেছে সারা দেশ। নাগরিক এবং মুক্তমণা ব্লগ এ এখন গেলে ইসলাম কে নিয়ে খারাপ লেখা পাওয়া যায় না বললেই চলে। বরং এখন "ইসলাম শান্তির বাহক, আর জামায়াত-শিবির তা মানে না" এর ধরণের লেখাও বেশ চোখে পড়ে। -------তুমিই সবার সামনে এই ঘৃণ্য কীটদের চেহারা খুলে দিয়েছ।
বিষয়: বিবিধ
১২১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন