ক্ষমতাসীনদের জন্য একটি শিক্ষনীয় গল্প

লিখেছেন লিখেছেন সবুজ মিনার ২৭ জুন, ২০১৬, ১১:১৪:০৮ সকাল

এক পুলিশ অফিসার তার তদন্তে কেঁচো খুরতে গিয়ে সাপ দেখে হতাশ হয়ে সহকর্মীর কাছে গল্প বলছে।

১ম অফিসারঃ এক দেশে এক অত্যাচারী শক্তিধর রাজা ছিল। কেউ তার ভূল ধরতে পারত না। ভূল ধরেছে তো গর্দান গিয়েছে। তার ইচ্ছে হল এমন একটা পোষাক তৈরি করবে যা আর কেউ কোন দিন দেখে নি, কিংবা কারও কোন দিন হবে না। দর্জিকে ডেকে নিয়ে আসল। দর্জিকে বলল, এই পোষাক যদি ভবিষ্যতে কারো গায়ে দেখি তাহলে তোমার মৃত্যুদন্ড হবে। দর্জি চলে গেল। ভাবতে লাগলো কিভাবে করা যায় রাজার সেই পোষাক। ভেবে চিনতে সে একটা পোষাক বানাল, হাওয়াই পোষাক।

২য় অফিসারঃ হাওয়াই পোষাক? এটি আবার কেমন?

১ম অফিসারঃ হাওয়া দিয়ে তৈরি, যা দেখা যায় না। সে রাজাকে পরিয়ে দিল নিজ হাতে, আর বলল, এটা হাওয়াই পোষাক আপনি দেখবেন না, কিন্তু সবাই দেখবে। সত্যিকার অর্থে রাজা ছিল নগ্ন। কিন্তু কেউ কিছু বলার সাহস পেল না। রাজা এই পোষাকে প্রজাদের সামনে গেল। আর বলতে লাগলো আমার এই পোষাক তোমরা কোনদিন দেখনি, দেখবেও না। সত্য কথা বলার সাহস কারও নেই, কারন সেই সাহস রাজা অনেক আগেই কেড়ে নিয়েছেন। ছোট একটি বাচ্চা ভীড়ের মধ্য থেকে হেসে উঠলো এই বলে, আরে আমাদের মহারাজ তো ন্যাংটা।

২য় অফিসারঃ তারপর, ঐ ছেলেটির কি হলো স্যার?

১ম অফিসারঃ জানি না তো। তবে ছেলেটি যে বেঁচে নেই, সেটি বলার অপেক্ষা রাখে না। আর এভাবেই কাউকে না কাউকে জীবন দিতে হয় সত্য প্রকাশের জন্য।

[ক্রাইম পেট্রোল থেকে সংগৃহিত]

বিষয়: রাজনীতি

১৯১১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373267
২৭ জুন ২০১৬ সকাল ১১:৪৮
হতভাগা লিখেছেন : এটা তো মনে হল সত্য কথা বলিয়েদের জন্যই একটা শিক্ষনীয় গল্প
২৭ জুন ২০১৬ দুপুর ১২:০৫
309848
সবুজ মিনার লিখেছেন : আপনারটিও ঠিক আছে। কিন্তু, ক্ষমতাসীনরা যদি মত প্রকাশকে বাকরুদ্ধ করে, তখন তারা ন্যাংটা(হাস্যকর বস্তুতে পরিনত) হয়ে ঘুরলেও কেউ কিছু বলে না। ;Winking
২৭ জুন ২০১৬ দুপুর ১২:২০
309849
হতভাগা লিখেছেন : ১০ টাকা/কেজি চালের কথাটা কি মানুষ খেয়েছিল ?
২৭ জুন ২০১৬ দুপুর ১২:২৭
309850
সবুজ মিনার লিখেছেন : কথা খেয়েছিল, মাগার চাল খেতে পারে নি Oh go On
373277
২৭ জুন ২০১৬ দুপুর ১২:৪৬
এলিট লিখেছেন : এই গল্পটি লিখেছেন বিখ্যাত রূপকথা লেখক ডেনমার্কের হ্যান্স এন্ডারসন। গল্পটি বিশ্ব বিখ্যাত। তবে আপনি যাদের শিক্ষা দিতে চেয়েছেন, তারা এই গল্পটি জেনেও শিক্ষা নেয় না।
২৭ জুন ২০১৬ দুপুর ১২:৫৫
309862
সবুজ মিনার লিখেছেন : অনেক ধন্যবাদ। আমি জানতাম না এর আসল লেখক কে ছিলেন। Applause
373287
২৭ জুন ২০১৬ দুপুর ০২:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই শিক্ষাটাই ক্ষমতার লোভে মানুষ ভুলে যায়।
২৮ জুন ২০১৬ সকাল ০৯:২০
309921
সবুজ মিনার লিখেছেন : নিজেকে মহাপ্রতাপশালী করতে গিয়ে আসলে তারা নিজেকে হাস্যকর বস্তুতে পরিনত করে। কষ্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ।
373325
২৭ জুন ২০১৬ রাত ০৮:৩১
শেখের পোলা লিখেছেন : সেই দর্জী কি বেঁচে আছে? তারে দ্বিতীয় আর একটি পোষাক বানানোর ছিল।
ভাল গল্প। শিক্ষনীয় বটে।
২৮ জুন ২০১৬ সকাল ০৯:২২
309922
সবুজ মিনার লিখেছেন : অবশ্যই বেঁচে নেই। কষ্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File