ক্ষমতাসীনদের জন্য একটি শিক্ষনীয় গল্প
লিখেছেন লিখেছেন সবুজ মিনার ২৭ জুন, ২০১৬, ১১:১৪:০৮ সকাল
এক পুলিশ অফিসার তার তদন্তে কেঁচো খুরতে গিয়ে সাপ দেখে হতাশ হয়ে সহকর্মীর কাছে গল্প বলছে।
১ম অফিসারঃ এক দেশে এক অত্যাচারী শক্তিধর রাজা ছিল। কেউ তার ভূল ধরতে পারত না। ভূল ধরেছে তো গর্দান গিয়েছে। তার ইচ্ছে হল এমন একটা পোষাক তৈরি করবে যা আর কেউ কোন দিন দেখে নি, কিংবা কারও কোন দিন হবে না। দর্জিকে ডেকে নিয়ে আসল। দর্জিকে বলল, এই পোষাক যদি ভবিষ্যতে কারো গায়ে দেখি তাহলে তোমার মৃত্যুদন্ড হবে। দর্জি চলে গেল। ভাবতে লাগলো কিভাবে করা যায় রাজার সেই পোষাক। ভেবে চিনতে সে একটা পোষাক বানাল, হাওয়াই পোষাক।
২য় অফিসারঃ হাওয়াই পোষাক? এটি আবার কেমন?
১ম অফিসারঃ হাওয়া দিয়ে তৈরি, যা দেখা যায় না। সে রাজাকে পরিয়ে দিল নিজ হাতে, আর বলল, এটা হাওয়াই পোষাক আপনি দেখবেন না, কিন্তু সবাই দেখবে। সত্যিকার অর্থে রাজা ছিল নগ্ন। কিন্তু কেউ কিছু বলার সাহস পেল না। রাজা এই পোষাকে প্রজাদের সামনে গেল। আর বলতে লাগলো আমার এই পোষাক তোমরা কোনদিন দেখনি, দেখবেও না। সত্য কথা বলার সাহস কারও নেই, কারন সেই সাহস রাজা অনেক আগেই কেড়ে নিয়েছেন। ছোট একটি বাচ্চা ভীড়ের মধ্য থেকে হেসে উঠলো এই বলে, আরে আমাদের মহারাজ তো ন্যাংটা।
২য় অফিসারঃ তারপর, ঐ ছেলেটির কি হলো স্যার?
১ম অফিসারঃ জানি না তো। তবে ছেলেটি যে বেঁচে নেই, সেটি বলার অপেক্ষা রাখে না। আর এভাবেই কাউকে না কাউকে জীবন দিতে হয় সত্য প্রকাশের জন্য।
[ক্রাইম পেট্রোল থেকে সংগৃহিত]
বিষয়: রাজনীতি
১৯১১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল গল্প। শিক্ষনীয় বটে।
মন্তব্য করতে লগইন করুন