আছেন কি কোন বেকার দরদী ব্যক্তি, যিনি হাইকোর্টে গিয়ে নির্দেশনা নিয়ে আসতে পারবেন
লিখেছেন লিখেছেন সবুজ মিনার ২৪ জানুয়ারি, ২০১৫, ০৭:১৩:৪৭ সন্ধ্যা
একজন চাকরী প্রার্থী সাধারণত মহাসাগরে হাবুডুবু খাওয়া একজন হয়ে থাকেন। কিন্তু বিভিন্ন চাকুরীতে আবেদন করতে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায়। এভাবে ১০ টি আবেদন করতে তার লাগবে ১০,০০০ টাকা। তার উপর বিভিন্ন কাগজ পত্রের ফটোকপি, হাতে হাতে কিংবা ডাকযোগে প্রেরণের খরচ, সিভি-কভার লেটার প্রিন্ট আউটের খরচ, ইন্টারভিউতে যাতায়াতের খরচ, ও আরও অন্যান্য খরচ যোগ হয়ে ১০টি আবেদনের খরচ গিয়ে পৌঁছায় ১৫ হাজার। কিন্তু এভাবে আর কতদিন? নিয়োগের নামে চলছে বেকারদের পকেট কর্তন। নিয়োগের খরচই যদি একটি প্রতিষ্ঠান বহন করতে না পারে, তাহলে এই প্রতিষ্ঠান কি করে তার কর্মচারীদের বেতন-ভাতা দিবে?
আপনারা বড় বড় সমাজ সেবক, আইনজীবি কিংবা রাজনীতিবিদ। কিছুর থেকে কিছু হলেই তো রিট করেন। আপনাদের বিরুদ্ধে কোন রায় হলেই তো হাই-কোর্টে দৌড় দেন স্টে অর্ডারের জন্য। তো একবার হাইকোর্ট থেকে এই নির্দেশনা চান না একটু - "নিয়োগ প্রদানকালে চাকুরি প্রার্থীদের কাছ যে কোন ধরনের অর্থ নেওয়া অবৈধ।"
লেখকঃ #MohammadFourkanHamid
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন