বেতন স্কেলের ব্যাখ্যা - সকল চাকুরী প্রার্থীদের জানা জরুরী
লিখেছেন লিখেছেন সবুজ মিনার ২১ অক্টোবর, ২০১৪, ০৮:৪৪:২৮ রাত
বিভিন্ন সরকারী বা বেসরকারী চাকুরীর ক্ষেত্রে বেতন স্কেল লেখা থাকে এইভাবে
১১০০০-৪৯০ x ৭ -১৪৪৩০ইবি ৫৪০x ১১- ২০৩৭০
এর ব্যখ্যা কি?
১১০০০ টাকা হলো জাতীয় বেতন স্কেল-২০০৯ এর নবম গ্রেডের মূল (বেসিক) বেতন। ৪৯০ টাকা হলো বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট)। এভাবে ৭ বছর বেতন বৃদ্ধি হবে। তার মানে চাকুরীতে যোগ দিলে মূল বেতন হবে ১১০০০ টাকা, যোগদানের দ্বিতীয় বছরে মূল বেতন হবে ১১৪৯০ টাকা। ৭ বছর পর মূল বেতন দাঁড়াবে ১৪৪৩০ টাকা, এরপর ইবি অর্থাৎ ইফিসিয়েন্সি বার অতিক্রম করবেন। তখন বার্ষিক ইনক্রিমেন্ট হবে ৪৯০ টাকার পরিবর্তে ৫৪০ টাকা। এই হারে আরো ১১ বছর চলার পর মূল বেতন দাঁড়াবে ২০৩৭০ টাকা। এরপর আর বেতন বাড়বে না। প্রমোশন পেয়ে গেলে উচ্চতর গ্রেডে বেতন কার্যকর হবে।
বর্তমানে তার সর্বসাকুল্যে বেতন = মূল বেতন + বাড়ি ভাড়া + চিকিৎসা ভাতা।
বাড়ী ভাড়া = মূল বেতনের ৫৫% (ঢাকা), ৪০%(জেলা শহর)।
চিকিৎসা ভাতা = ৭০০ টাকা।
বিষয়: বিবিধ
৩২৫৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন