দারুন একটি 'মজিলা ফায়ারফক্স পিডিএফ এড-অন্স'
লিখেছেন লিখেছেন সবুজ মিনার ১৯ ডিসেম্বর, ২০১৩, ১০:০৮:১১ রাত
[লেখকঃ Mohammad Fourkan Hamid]
অনেক সময় ফেইসবুক, অনলাইন পত্রিকা বা ব্লগে সংগ্রহে রাখার মত গুরুত্তপূর্ণ লেখা দেখতে পাই। কিন্তু তা কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে সেইভ করতে বিরক্তবোধ করি। কারন, এর জন্য ফায়ারফক্স মিনিমাইজ করা, মাই কম্পিউটারে ঢুকা, নির্ধারিত ফোল্ডার খুঁজে বের করা, ওয়ার্ড ফাইল ওপেন করা আবার তা সেইভ করা, রিনেইম করা- এ যেন মশা মারতে কামান দাগানোর অবস্থা।
নাহ! আর কামান দাগানোর দরকার নেই। এখন থেকে এক ক্লিকেই মশা মরবে, অর্থাৎ আপনার সংশ্লিষ্ট পেইজটি পিডিএফ হয়ে সেইভ হয়ে যাবে। এই জন্য নিচের লিঙ্ক থেকে এড-অন্সটি ইন্সটল করে নিন। এটি সরাসরি ইন্সটল হয়ে ফায়ারফক্সের সাথে এড হয়ে যাবে। ফাইল সাইজঃ 9MB(প্রায়)। ইন্সটল হয়ে গেলে যে পেইজটি সেইভ করতে চান তার উপর রাইট বাটন ক্লিক করুন, অতঃপর লিস্ট থেকে 'Print pages to PDF'->Print Active Tab এ ক্লিক করলেই কাজ শেষ।
নিচের লিঙ্কে যান এবং ক্লিক করুন 'ADD TO FIREFOX' বাটনের উপর।
এখান থেকে ইন্সটল করুন
অনুগ্রহ_করে_লেখকের_নাম_ব্যতিত_কপি_পেস্ট_করবেন_না।
বিষয়: বিবিধ
১৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন